가사

বলো না কেন তুমি বহুদূর? কেন আমি একা? হৃদয়ে ভাঙচুর জানো না তুমি হীনা এ আমার স্বপ্ন মেঘে ঢাকা নামে না রোদ্দুর বলো না কেন তুমি বহুদূর? কেন আমি একা হৃদয়ে ভাঙচুর জানো না তুমি হীনা এ আমার স্বপ্ন মেঘে ঢাকা নামে না রোদ্দুর দেয়ালে দেয়ালে, খেয়ালে খেয়ালে হিসেবে-বেহিসেবে তোমাকেই খুঁজি আড়ালে আড়ালে, কোথায় হারালে? ফিরে তুমি আর আসবে না বুঝি? কত রাত কেটে গেছে আঁধারে নেইতো ভোরের দেখা বোঝাবো কিভাবে? কত ঘুম মিশে গেছে অজানায় জানে শুধু দু'চোখ ভুল সে স্বভাবে দেয়ালে দেয়ালে, খেয়ালে খেয়ালে হিসেবে-বেহিসেবে তোমাকেই খুঁজি আড়ালে আড়ালে, কোথায় হারালে ফিরে তুমি আর আসবে না বুঝি? তবু আমি তোমার অপেক্ষায় দেখবো নতুন দিনের আলো বেঁচে থাকার আশ্রয় তুমি তোমাকেই শুধু বাসি ভালো দেয়ালে দেয়ালে, খেয়ালে খেয়ালে হিসেবে-বেহিসেবে তোমাকেই খুঁজি আড়ালে আড়ালে, কোথায় হারালে? ফিরে তুমি আর আসবেনা বুঝি? বলো না কেন তুমি বহুদূর? কেন আমি একা? হৃদয়ে ভাঙচুর জানো না তুমি হীনা এ আমার স্বপ্ন মেঘে ঢাকা নামে না রোদ্দুর
Writer(s): Hedayat Rasel, Robiul Jibon Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out