가사
চলে গেল গতকাল
আসলো না ফিরে গতকাল
আসলে না তুমিও
তোমাকে না পাওয়ার শোকে
পাথর বেঁধেছি এই বুকে
যাইনি ফিরে আমিও
চলে গেল গতকাল
আসলো না ফিরে গতকাল
আসলে না তুমিও
তোমাকে না পাওয়ার শোকে
পাথর বেঁধেছি এই বুকে
যাইনি ফিরে আমিও
এভাবে কেটে যাক দিন
ভালোবাসা রঙহীন
স্মৃতি হয়ে মাঝে মাঝে
ভাবনাতে থামিও
নীরবে ভেঙে যাক বুক
না পাওয়ার অসুখ
স্মৃতি হয়ে মাঝে মাঝে
ভাবনায় থামিও
মনে হয় হঠাৎ তুমি
আসবে আবার এই পথে
আরেকটা বার চাইছি আমি
তোমার মনে জোছনা হতে
উড়ে গেল কত মেঘ
যায়নি ছোঁয়া কোন আবেগ
বৃষ্টি হয়ে নামিও
ভুল আকাশে মেলে ডানা
খুঁজেছি তোমার ঠিকানা
জানে অন্তর্যামীও
এভাবে কেটে যাক দিন
ভালোবাসা রঙহীন
স্মৃতি হয়ে মাঝে মাঝে
ভাবনাতে থামিও
নীরবে ভেঙে যাক বুক
না পাওয়ার অসুখ
স্মৃতি হয়ে মাঝে মাঝে
ভাবনাতে থামিও
এভাবে কেটে যাক দিন
ভালোবাসা রঙহীন
স্মৃতি হয়ে মাঝে মাঝে
ভাবনা তে থামিও
নীরবে ভেঙে যাক বুক
না পাওয়ার অসুখ
স্মৃতি হয়ে মাঝে মাঝে
ভাবনায় থামিও
চলে গেল গতকাল
আসলো না ফিরে গতকাল
আসলে না তুমিও
Written by: Emon Chowdhury, Robiul Islam Jibon


