뮤직 비디오

Rupkothar Jogote (Unplugged)
{artistName}의 {trackName} 뮤직 비디오 보기

크레딧

작곡 및 작사
Sajid Sarker
Sajid Sarker
송라이터

가사

কিছু কথার পিঠে কথা তুমি ছুঁয়ে দিলে মুখরতা হাসি বিনিময় চোখে চোখে মনে মনে রয় ব্যাকুলতা আমায় ডেকো একা বিকেলে কখনো কোনো ব্যথা পেলে আমায় রেখো প্রিয় প্রহরে যখনই মন কেমন করে কোনো এক রূপকথার জগতে তুমি তো এসেছো আমারই হতে কোনো এক রূপকথার জগতে তুমি চিরসাথী আমার জীবনের এই পথে কোথাও ফুটেছে ফুল কোথাও ঝরেছে তারা কোথাও কিছু নেই তোমার-আমার গল্প ছাড়া তুমি আমার স্বপ্নসারথি জীবনে তুমি সেরা সত্যি তুমি আমার স্বপ্নসারথি জীবনে তুমি সেরা সত্যি কোনো এক রূপকথার জগতে তুমি তো এসেছো আমারই হতে কোনো এক রূপকথার জগতে তুমি চিরসাথী আমার জীবনের এই পথে সময় ফুরিয়ে যাক প্রেমের কবিতা পড়ে ছড়াও কিছু সুখ যখন তোমার ইচ্ছে করে তুমি আমার গল্প জোনাকি তোমারই আশায় থাকি তুমি আমার গল্প জোনাকি তোমারই আশায় আশায় থাকি কোনো এক রূপকথার জগতে তুমি তো এসেছো আমারই হতে কোনো এক রূপকথার জগতে তুমি চিরসাথী আমার জীবনের এই পথে
Writer(s): Sajid Sarker, Shomesshor Oli Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out