크레딧

작곡 및 작사
Sajid Sarker
Sajid Sarker
작사가 겸 작곡가
Mahtim Sakib
Mahtim Sakib
작사가 겸 작곡가
Shomeshwar Oli
Shomeshwar Oli
작사가 겸 작곡가

가사

এতদিন ছিলে স্বপ্নলোকে
থেকো না দূরে আর তুমি
আমার চোখে দেখুক লোকে
কতখানি প্রিয় আমার তুমি
তোমাকে রাখি না কোনো প্রশ্নে
এই আকাশকুসুম স্বপ্নে
কত মায়ার তুমি
পাখি-পাখি মন উড়ে যেতে চায় অজানায়
তোমায় নিয়ে ঘর বানাব পাখির ডানায়
পাখি-পাখি মন উড়ে যেতে চায় অজানায়
তোমায় নিয়ে ঘর বানাব পাখির ডানায়
চলো চলে যাই দিকশূন্যপুর
সবুজ মাঠে বৃষ্টি টাপুর টুপুর
ভালোলাগা শুধু বেড়ে চলে এমন সেই দুপুর
যেখানে জোনাকির ঝাঁক
অচীনপথের বাঁক
ভেসে যায় জোছনায়
যেখানে তোমার পাশে আমায় মানায়
পাখি-পাখি মন উড়ে যেতে চায় অজানায়
তোমায় নিয়ে ঘর বানাব পাখির ডানায়
পাখি-পাখি মন উড়ে যেতে চায় অজানায়
তোমায় নিয়ে ঘর বানাব পাখির ডানায়
তুমি ছুঁয়ে যাও ঘুম স্বপ্ননীল
আঙুলজুড়ে গল্প-কথার মিছিল
ভালোবাসা রঙে ছবি আঁকে
জীবন যে বর্ণীল
যেখানে জোনাকির ঝাঁক
অচীনপথের বাঁক
ভেসে যায় জোছনায়
দুজনে ভাসি-ডুবি একই মোহনায়
পাখি-পাখি মন উড়ে যেতে চায় অজানায়
তোমায় নিয়ে ঘর বানাব পাখির ডানায়
পাখি-পাখি মন উড়ে যেতে চায় অজানায়
তোমায় নিয়ে ঘর বানাব পাখির ডানায়
Written by: Sajid Sarker, Shomeshwar Oli
instagramSharePathic_arrow_out

Loading...