크레딧

실연 아티스트
Artcell
Artcell
리드 보컬
작곡 및 작사
Artcell
Artcell
작사가 겸 작곡가
Saef Al Nazi
Saef Al Nazi
작곡가
Sazzadul Asheqeen Shaju
Sazzadul Asheqeen Shaju
작곡가
Lincoln D'Costa
Lincoln D'Costa
작곡가
Ershad Zaman
Ershad Zaman
작곡가
Rumman Ahmed
Rumman Ahmed
작사가 겸 작곡가

가사

চারটি দেয়াল ক্রমশ
সরে আসে বৃত্তের ভেতরে
কমে আসে আলো বস্তুর
চারিপাশ এখন নীরব
রঙ মূলত সাদা কালো
অন্ধকারের ছায়া-অপছায়া বোধ
অথবা খয়েরী নীল আকাশ
অনেকটা ঘুণে খাওয়া রোদ
লেগে থাকে আকাশের গায়ে
সময়ের রঙহীন ক্যানভাস
আমার জানালায়
স্বপ্ন এখন এগারো সাতাশ
শুন্যের ওপর দেখ, দেখো দাঁড়ায়
সম্মোহিত শহর
বাতাসের চোখে আজ, চোখে আজ
নেশার উৎকট আলো
রঙ মূলত সাদা কালো
অন্ধকারের ছায়া-অপছায়া বোধ
অথবা খয়েরী নীল আকাশ
অনেকটা ঘুণে খাওয়া রোদ
লেগে থাকে আকাশের গায়ে
বিবর্ণ সময়ের
জানালায় আজ ঘুণে খাওয়া রোদ
আমার শরীর মানে আমি
ও ছায়া-ছায়া মানে মৃত রোদ
আত্মহুতি দেয় তাদের আলোর যৌবন সারাক্ষণ
মেঘে মেঘে ঢাকা পড়ে
চেনা অচেনা কত মুখ
ছায়ার শরীর ছায়ায়
বাঁচে আলোর ভয়
জানালায় আজ ঘুণে খাওয়া রোদ
Written by: Ershad Zaman, Lincoln D'Costa, Rumman Ahmed, Saef Al Nazi, Sazzadul Asheqeen Shaju
instagramSharePathic_arrow_out

Loading...