Vídeo da música

Bhalobasa Joto Boro | ভালোবাসা যত বড় | Kumar Sanu & Mitali Mukherjee
Assista ao videoclipe da música {trackName} de {artistName}

Próximos shows de Kumar Sanu & Mitali Mukherjee

Créditos

PERFORMING ARTISTS
Kumar Sanu
Kumar Sanu
Performer
Mitali Mukherjee
Mitali Mukherjee
Performer
COMPOSITION & LYRICS
Alauddin Ali
Alauddin Ali
Composer
Mohammad Rafiquzzaman
Mohammad Rafiquzzaman
Songwriter

Letra

এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। সুখের চেয়েও সুখ, তুমি যে আমার। প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। চোখ ভরে দেখেছি, অন্তরে রেখেছি। আরো চাওয়া আরো পাওয়া, রয়েছে বাকি। তোমাকেই চেয়েছি, তোমাকেই পেয়েছি। মরণ হলেও যেন, তোমারি থাকি। সুখের চেয়েও সুখ, তুমি যে আমার। প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও। জান বলে জেনেছি, প্রাণ বলে মেনেছি। মন বলে তুমি যে, তার চেয়ে দামী। তুমি ধরা দিয়েছ, কাছে টেনে নিয়েছ। নতুন জীবন যেন, পেয়েছি আমি। সুখের চেয়েও সুখ, তুমি যে আমার। প্রিয় থেকে ও তুমি বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। সুখের চেয়েও সুখ, তুমি যে আমার। প্রিয় থেকে তুমি বেশী প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও, বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও।
Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out