Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Hridoy Khan
Hridoy Khan
Performer
COMPOSITION & LYRICS
Hridoy Khan
Hridoy Khan
Composer
Milon Mahmood
Milon Mahmood
Songwriter
SANGEETA
SANGEETA
Arranger
PRODUCTION & ENGINEERING
SANGEETA
SANGEETA
Producer

Lyrics

এক পলক দেখতে চাই
কেন তুমি কাছে নাই?
মন ছুটে চলে তোমাতে
কেন তুমি হারালে?
ফিরে আসো না এ বুকে
এক ঝড়ো হাওয়া হয়ে
এ শূণ্য হৃদয়টাকে
দাও ভরিয়ে
ও রাতভর দিন যায় যে চলে(যায় যে চলে)
তবুও পাই না তোমায় খুঁজে (খুঁজে)
বলে যাও একবার
এই আমায়
ভালোবেসে ছিলে
মন চলে যায় অজানায়
সেথা খুঁজি শুধু তোমায়
আলো আঁধারি খেলায়
হারালে কোথায়?
মন চলে যায় অজানায়
সেথা খুঁজি শুধু তোমায়
আলো আঁধারি খেলায়
হারালে কোথায়?
ও রাতভর দিন যায় যে চলে (যায় যে চলে)
তবুও পাই না তোমায় খুঁজে(খুঁজে)
বলে যাও একবার
এই আমায়
ভালোবেসে ছিলে
ছিলে তুমি ভোরের আগে
রাতের জোছনা ফাঁকে
স্বপ্ন মাঝে নির্ঘুম রাতে
সে সুরের ডাকে
ও ছিলে তুমি ভোরের আগে
রাতের জোছনা ফাঁকে
স্বপ্ন মাঝে নির্ঘুম রাতে
সে সুরের ডাকে
ও রাতভর দিন যায় যে চলে (যায় যে চলে)
তবুও পাই না তোমায় খুঁজে (খুঁজে)
বলে যাও একবার
এই আমায়
ভালোবেসে ছিলে
এক পলক দেখতে চাই
কেন তুমি কাছে নাই?
মন ছুটে চলে তোমাতে
কেন তুমি হারালে?
ফিরে আসো না এ বুকে
এক ঝড়ো হাওয়া হয়ে
এ শূণ্য হৃদয়টাকে
দাও ভরিয়ে
ও রাতভর দিন যায় যে চলে (যায় যে চলে)
তবুও পাই না তোমায় খুঁজে (খুঁজে)
বলে যাও একবার
এই আমায়
ভালোবেসে ছিলে
ও রাতভর দিন যায় যে চলে (যায় যে চলে)
তবুও পাই না তোমায় খুঁজে (খুঁজে)
বলে যাও একবার
এই আমায়
ভালোবেসে ছিলে
Written by: Hridoy Khan, Milon Mahmood, Sohana Noor
instagramSharePathic_arrow_out

Loading...