Lyrics

বান্ধিলে মন বান্ধো মনে বান্ধিলে মন বান্ধো মনে প্রাণবন্ধুয়ার সনে ছিঁড়বে না এই মনের বাঁধন মন থাকিতে মনে হায় রে, ছিঁড়বে না এই মনের বাঁধন মন থাকিতে মনে বান্ধিলে মন বান্ধো মনে বান্ধিলে মন বান্ধো মনে প্রাণবন্ধুয়ার সনে ছিঁড়বে না এই মনের বাঁধন মন থাকিতে মনে আমার ছিঁড়বে না এই মনের বাঁধন মন থাকিতে মনে দেহের বাঁধন দুই দিনের এই রূপের জালে বাঁধা দিন ফুরালে রং ফুরাবে, সবই গোলকধাঁধা দেহের বাঁধন দুই দিনের এই রূপের জালে বাঁধা দিন ফুরালে রং ফুরাবে, সবই গোলকধাঁধা তাই বান্ধিলে মন বান্ধো মনে বান্ধিলে মন বান্ধো মনে প্রাণবন্ধুয়ার সনে ছিঁড়বে না এই মনের বাঁধন মন থাকিতে মনে হায় রে, ছিঁড়বে না এই মনের বাঁধন মন থাকিতে মনে দেহ মরে, মন মরে না, মনের মরণ নাই মনমাঝারে বিরাজ করে মনের মানুষ তাই দেহ মরে, মন মরে না, মনের মরণ নাই মনমাঝারে বিরাজ করে মনের মানুষ তাই তাই বান্ধিলে মন বান্ধো মনে বান্ধিলে মন বান্ধো মনে প্রাণবন্ধুয়ার সনে ছিঁড়বে না এই মনের বাঁধন মন থাকিতে মনে হায় রে, ছিঁড়বে না এই মনের বাঁধন মন থাকিতে মনে বান্ধিলে মন বান্ধো মনে বান্ধিলে মন বান্ধো মনে প্রাণবন্ধুয়ার সনে ছিঁড়বে না এই মনের বাঁধন মন থাকিতে মনে হায় রে, ছিঁড়বে না এই মনের বাঁধন মন থাকিতে মনে বান্ধিলে মন বান্ধো মনে বান্ধিলে মন বান্ধো মনে প্রাণবন্ধুয়ার সনে ছিঁড়বে না এই মনের বাঁধন মন থাকিতে মনে আমার ছিঁড়বে না এই মনের বাঁধন মন থাকিতে মনে
Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out