Credits
PERFORMING ARTISTS
Asif Akbar
Performer
COMPOSITION & LYRICS
Pollob Shnnal
Composer
Prodip Shaha
Songwriter
Lyrics
হাসিমুখে হৃদয় ভেঙে চলে গেছো
কষ্ট ছাড়া আমায় তুমি আর কি দিয়েছো?
রক্ত দিয়ে যাবো লিখে, ভালোবাসা বলে কাকে?
ভালোবেসে নিঃস্ব করে দিল আমায় কে?
ও আল্লাহ্, ও আল্লাহ্ রে, তুই একটা কিছু কর
কষ্ট রাখার জায়গা নাইরে বুকেরই ভিতর
ও আল্লাহ্, ও আল্লাহ্ রে, তুই একটা কিছু কর
কষ্ট রাখার জায়গা নাইরে বুকেরই ভিতর
আঘাতে-আঘাতে, তিলে-তিলে মরেছি মরার আগে
এত বেশি জ্বালা ভাঙা বুকে সইতে কার ভাল লাগে
আঘাতে-আঘাতে, তিলে-তিলে মরেছি মরার আগে
এত বেশি জ্বালা ভাঙা বুকে সইতে কার ভাল লাগে
ও আল্লাহ্, ও আল্লাহ্ রে, তুই একটা কিছু কর
কষ্ট রাখার জায়গা নাইরে বুকেরই ভিতর
ও আল্লাহ্, ও আল্লাহ্ রে, তুই একটা কিছু কর
কষ্ট রাখার জায়গা নাইরে বুকেরই ভিতর
অন্তরে বাহিরে সমানতালে শুণ্যতা বসত করে
আর কতকাল আমি থাকবো পড়ে যন্ত্রণার কারাগারে
অন্তরে বাহিরে সমানতালে শুণ্যতা বসত করে
আর কতকাল আমি থাকবো পড়ে যন্ত্রণার কারাগারে
ও আল্লাহ্, ও আল্লাহ্ রে, তুই একটা কিছু কর
কষ্ট রাখার জায়গা নাইরে বুকেরই ভিতর
ও আল্লাহ্, ও আল্লাহ্ রে, তুই একটা কিছু কর
কষ্ট রাখার জায়গা নাইরে বুকেরই ভিতর
হাসিমুখে হৃদয় ভেঙে চলে গেছো
কষ্ট ছাড়া আমায় তুমি আর কি দিয়েছো?
রক্ত দিয়ে যাবো লিখে, ভালোবাসা বলে কাকে?
ভালোবেসে নিঃস্ব করে দিল আমায় কে?
ও আল্লাহ্, ও আল্লাহ্ রে, তুই একটা কিছু কর
কষ্ট রাখার জায়গা নাইরে বুকেরই ভিতর
ও আল্লাহ্, ও আল্লাহ্ রে, তুই একটা কিছু কর
কষ্ট রাখার জায়গা নাইরে বুকেরই ভিতর
ও আল্লাহ্, ও আল্লাহ্ রে, তুই একটা কিছু কর
কষ্ট রাখার জায়গা নাইরে বুকেরই ভিতর
ও আল্লাহ্, ও আল্লাহ্ রে, তুই একটা কিছু কর
কষ্ট রাখার জায়গা নাইরে বুকেরই ভিতর
Written by: Pollob Shnnal, Prodip Shaha