Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Warfaze
Warfaze
Performer
COMPOSITION & LYRICS
Kamal Vabna
Kamal Vabna
Composer
Sheikh Monirul Alam
Sheikh Monirul Alam
Composer
Mahmud Khurshid
Mahmud Khurshid
Songwriter

Lyrics

ধূপছায়া গোধূলি বেলায় তুমি কাছে এসো
সুখছোঁয়া রূপসী রাতে তুমি ভালোবেসো
ধূপছায়া গোধূলি বেলায় তুমি কাছে এসো
সুখছোঁয়া রূপসী রাতে তুমি ভালোবেসো
তুমি ভালোবেসো শুধু আমাকেই, হৃদয়ে ধরে রেখো
মেঘ এসে যদি কোনোদিনও এ মন ছুঁয়ে ছুঁয়ে যায়
ঝড় এসে যদি কোনোদিনও হৃদয় ভেঙ্গে দিয়ে যায়
প্রেমেরই অরণ্যে ব্যাকুল তুমি কোনোদিনও ভুলে যেও না
তুমি ভালোবেসো শুধু আমাকেই, হৃদয়ে ধরে রেখো
ধূপছায়া গোধূলি বেলায় তুমি কাছে এসো
বিষাদে যদি কোনোদিনও এ মন কাঁদে বেদনায়
বিরহ যদি উঁকি দেয় মনে, দিন কাটে নিরাশায়
পিয়ানোর সুর আমারই গান, কোনোদিনও ভুলে যেও না
তুমি ভালোবেসো শুধু আমাকেই, হৃদয়ে ধরে রেখো
ধূপছায়া গোধূলি বেলায় তুমি কাছে এসো
সুখছোঁয়া রূপসী রাতে তুমি ভালবেসো
তুমি ভালোবেসো শুধু আমাকেই, হৃদয়ে ধরে রেখো
তুমি ভালোবেসো শুধু আমাকেই, হৃদয়ে ধরে রেখো
Written by: Kamal Vabna, Mahmud Khurshid, Sheikh Monirul Alam
instagramSharePathic_arrow_out

Loading...