Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Fuad
Performer
COMPOSITION & LYRICS
Sheikh Adan Almuqtadir
Songwriter
PRODUCTION & ENGINEERING
Fuad
Producer
Lyrics
মন ভাবে তারে
এই মেঘলা দিনে
শীতল কুয়াশাতে
তার স্পর্শে
মন ভাবে তারে
এই মেঘলা দিনে
শীতল কুয়াশাতে
তার স্পর্শে
তার রুনঝুন নুপুরের সাজে
বাতাসে যেন মৃদু সুবাসে
নিটোল পায়ে রিনিক-ঝিনিক
পায়েলখানি বাজে
মাদল বাজে সেই সঙ্গেতে
শ্যামা মেয়ে নাচে
নিটোল পায়ে রিনিক-ঝিনিক
পায়েলখানি বাজে
মাদল বাজে সেই সঙ্গেতে
শ্যামা মেয়ে নাচে
চাঁদের অধর যেন তোমার হাসির মাঝে
সোনালী আবেশ তবে, সাগর ধারে
হৃদয়ের মাঝে কবে বেঁধেছিলে বাঁধন?
ভালোবাসা তবে কেন মনের অগোচরে?
তুমি কি আমার বন্ধু?
আজও কেন বোঝো নি?
তুমি কি আমার বন্ধু?
কেন ভালোবাসো নি?
মন ভাবে তারে
এই মেঘলা দিনে
শীতল কুয়াশাতে
তার স্পর্শে
মন ভাবে তারে
এই মেঘলা দিনে
শীতল কুয়াশাতে
তার স্পর্শে
তার রুনঝুন নুপুরের সাজে
বাতাসে যেন মৃদু সুবাসে
নিটোল পায়ে রিনিক-ঝিনিক
পায়েলখানি বাজে
মাদল বাজে সেই সঙ্গেতে
শ্যামা মেয়ে নাচে
নিটোল পায়ে রিনিক-ঝিনিক
পায়েলখানি বাজে
মাদল বাজে সেই সঙ্গেতে
শ্যামা মেয়ে নাচে
নিটোল পায়ে রিনিক-ঝিনিক
পায়েলখানি বাজে
মাদল বাজে সেই সঙ্গেতে
Written by: Sheikh Adan Almuqtadir


