Lyrics

রাতের চোখে দেখো চেয়ে জোছনার অভিপ্রায়ে নিশাতুর মন আমার খুঁজছে তোমায়! শূন্যতা বুকে নিয়ে মৌনতা ভেঙে দিয়ে একাকীনী মন আমার আঁকছে তোমায়! এসো তবে অনুভবে ভালোবাসার উৎসবে রূপালি মন মাতাল ভাবের বিমুগ্ধতা! ভাবছো কি রাত জেগে জেগে? অচেনা কোন আবেগে কাঁপছে কে থর থর? খুব অজানায় আঁকছো কি ফুল রঙ তুলিতে? মন উদাসী ক্ষণগুলিতে কখনও কি বুক জুড়ে ঝড় বয়ে যায়? এসো তবে অনুভবে ভালোবাসার উৎসবে রূপালি মন মাতাল ভাবের বিমুগ্ধতা শুনছো কি সুর নীরবতায়? অজানা ডাকে হারাবার বসছো কি নীল চেয়ারটাতে? ঝুল বারান্দা দেখছো কি বিমূর্ত ছায়ায়? অন্ধকারে অন্য মায়া? ভাবনা কি দূর দেশে হারিয়ে যায়? এসো তবে অনুভবে ভালোবাসার উৎসবে রূপালি মন মাতাল ভাবের বিমুগ্ধতা রাতের চোখে দেখো চেয়ে জোছনার অভিপ্রায়ে নিশাতুর মন আমার খুঁজছে তোমায় শূন্যতা বুকে নিয়ে মৌনতা ভেঙে দিয়ে একাকীনী মন আমার আঁকছে তোমায় এসো তবে অনুভবে ভালোবাসার উৎসবে রূপালি মন মাতাল ভাবের বিমুগ্ধতায় এসো তবে অনুভবে ভালোবাসার উৎসবে রূপালি মন মাতালভ ভাবের বিমুগ্ধতায়
Writer(s): Traditional, Dilip Roy Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out