Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Hridoy Khan
Performer
COMPOSITION & LYRICS
Hridoy Khan
Songwriter
Goonjohn Rahman
Songwriter
Lyrics
পারাপ্পা পারা, পাপা পারা
পারাপ্পা পারা, পাপা পারা
পারি কী করে থাকতে দূরে
পারি কী তারে বাঁধতে সুরে
পারাপ্পা পারা, পাপা পারা
পারাপ্পা পারা, পাপা পারা
পারাপ্পা পারা, পাপা পারা
পারাপ্পা পারা, পাপা পারা
তারে বলে দাও
যদি তার দেখা পাও
ও, তার ভাবনার
কী আছে বলো আর?
আমি তাকে ভালোবাসি
শুধু তাকে যে ভালোবাসি
পারি কী করে থাকতে দূরে
পারি কী তারে বাঁধতে সুরে
পারি কী করে থাকতে দূরে
পারি কী তারে বাঁধতে সুরে
তার জন্য বিষণ্ণ
এখন আমার এ সকাল
তার জন্য এখনো
সূর্যটা খোঁজে মেঘেরই আড়াল
ও কন্যা দেখোনা ফিরে একবার
আর পারি না
মন মানে না, কেউ জানেনা
কোনো খানে না
তার তুলনা মেলেনা, নারে না
আমি তাকে ভালোবাসি
শুধু তাকে যে ভালোবাসি
পারি কী করে থাকতে দূরে
পারি কী তারে বাঁধতে সুরে
পারি কী করে থাকতে দূরে
পারি কী তারে বাঁধতে সুরে
অনন্যা, পূর্ণিমা জোছনা বিলায় খামাখা
তোর গোমড়া চেহারা
চাঁদের হাসি ছাড়া ভালো না দেখায়
তুই শোননা সারাবেলা-সারাদিনময়
আমি ভেবে যাই
তোর হাসিটা, তোর খুশিটা, তোর ভালোটা
ভালোবাসিটা বলে যাই, ছুঁয়ে যাই
তারে বলে দাও
যদি তার দেখা পাও
ও, তার ভাবনার
কী আছে বলো আর?
আমি তাকে ভালোবাসি
শুধু তাকে যে ভালোবাসি
পারি কী করে থাকতে দূরে
পারি কী তারে বাঁধতে সুরে
পারি কী করে থাকতে দূরে
পারি কী তারে বাঁধতে সুরে
পারি কী করে থাকতে দূরে
পারি কী তারে বাঁধতে সুরে
পারি কী করে থাকতে দূরে
পারি কী তারে বাঁধতে সুরে
Written by: Goonjohn Rahman, Hridoy Khan