Music Video

Nemesis - Joyoddhoni | Victory Day Special Music Video
Watch {trackName} music video by {artistName}

Featured In

Credits

COMPOSITION & LYRICS
Zohad Chowdhury
Zohad Chowdhury
Songwriter

Lyrics

সংগ্রাম আমি দেখিনি তবু রক্ত কেন রাতে খোলা আকাশের নিচে কেন সে হাত পাতে লোভের গন্ধ পেয়ে সে বসে দুর্নীতি করতে অমানুষ হয়ে বলে আমায় এভাবেই চলতে বলো কেন তোমারই কথা শুনে আজ আমরা চলি দেয়াল ভেঙ্গে টুকরো করে আজ চলো আমরা ছুটি কীভাবে আমাকে বদলে দেবে কীভাবে আমাকে নষ্ট করবে কীভাবে আমাকে ধ্বংস করবে পারবে না, পারবে না কিছুই করতে বন্দী করে রেখেছ আমায় দু'হাত জোরে বেঁধে মন ভোলানোর চেষ্টা তোমার মিষ্টি কথা বলে এতটা কষ্ট কেন দাও আমাকে মুক্তি আমি পেতে চাই তোমার খাঁচা থেকে বলো কেন তোমারই কথা শুনে আজ আমরা চলি দেয়াল ভেঙ্গে টুকরো করে আজ চলো আমরা ছুটি কীভাবে আমাকে বদলে দেবে কীভাবে আমাকে নষ্ট করবে কীভাবে আমাকে তুমি থামাবে পারবে না, পারবে না কিছুই করতে কিছুই করতে কিছুই করতে কিছুই করতে দেখবো না আর মিথ্যে অভিনয় করবো না তোমাকে আর ভয় বের হবো মিথ্যের আশ্রয় থেকে কোনো হার না মেনে সব কষ্ট ভুলে বলো কেন তোমারই কথা শুনে আজ আমরা চলি দেয়াল ভেঙ্গে টুকরো করে আজ চলো আমরা ছুটি কীভাবে আমাকে বদলে দেবে কীভাবে আমাকে নষ্ট করবে কীভাবে আমাকে ধ্বংস করবে পারবে না কিছুই করতে কিছুই করতে কিছুই করতে কিছুই করতে কিছুই করতে
Writer(s): Zohad Chowdhury Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out