Credits
PERFORMING ARTISTS
Bay of Bengal
Performer
COMPOSITION & LYRICS
Bay of Bengal
Composer
Bakhtiar Hossain
Lyrics
Lyrics
কেউ নেই আমার পাশে
বিষণ্ন দিন একা কাটে
যাই লিখি সব যেন একাকিত্বের রূপক
আমি নেই, আলো নেই, কিছু নেই
কিছু কালো গোলাপের
অশ্রু ভিজিয়ে দিয়ে যায় আমায়
আমায় কেউ দেখে না
রোদ ওঠে না আমার বিষণ্ন উপন্যাসে
রঙও নেই canvas-এ
আজ সবটুকু লিখে দিয়ে গেলাম আমার ধরণীকে
বিদায়ক্ষণে যা মনে আসে
কতদিন পর লেগেছে ঝড় আমার উঠোন-মনে
বিষণ্নতার গান শুনিয়ে
বৃত্তের মাঝখানে মন
সূর্যটা বৃত্তরেখায় ঘুরছে ভীষণ
হৃৎপিণ্ডে জমেছে মরীচিকা
আলো-আঁধারি আসে, মেঘে ভাসে
আর গ্রাস করে চারিপাশ
ওপাশে নিয়তি ফিকে হাসে
কিছু কালো গোলাপের
শুকনো পাপড়ি নিয়ে যায় আমায়
যেথায় কেউ থাকে না
রোদ ওঠে না আমার বিষণ্ন উপন্যাসে
রঙও নেই canvas-এ
আজ সবটুকু লিখে দিয়ে গেলাম আমার ধরণীকে
বিদায়ক্ষণে যা মনে আসে
কতদিন পর লেগেছে ঝড় আমার উঠোন-মনে
বিষণ্নতার গান শুনিয়ে
Written by: Bakhtiar Hossain, Bay of Bengal

