Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Bay of Bengal
Performer
Bakhtiar Hossain
Guitar
COMPOSITION & LYRICS
Bakhtiar Hossain
Composer
PRODUCTION & ENGINEERING
Bakhtiar Hossain
Producer
Lyrics
দেখো তোমার কোমল প্রস্তর অঙ্গ
ডুবে গেছে কোমল জলে
আলো থেকে নেমে এসে অন্ধকারে
তলিয়ে গেছে এ কার শরীর?
সবুজ লাল শাড়ির রঙ মুছে গেছে
এইতো সেদিন, বৃষ্টিতে ভয়
শহরের ত্রিচক্রযান থেমে গেছে
পথে পথে আলোর বিস্ময়।
জলের কপাট ভেঙে
ভোরের শীতলতা ফুঁড়ে
উড়ে এসে বসে কি কোন শালিক তোমার কাঁধে?
নিদারুন স্তব্ধতা, অগ্নিময় নীলকন্ঠ
ভুলে খোঁজো কি আমায় এখনও?
এই শহরে আমি তোমার গন্ধ খুঁজে পাই।
ঘুমন্ত কপালের চন্দ্রলেখা
ছুঁয়ে গেছে প্রীতিকণা
অনির্দেশ আঁধার সব ছুঁয়ে গেছে
তবু চলছে জগত মেঘচন্দ্রমা
চোখের জল মুছে ফেলে
নিদারুণ স্তব্ধ দীগন্তে
তুমিওকি তাকিয়ে থেকে ভাবো আমার মতো?
ছুটন্ত স্টেশনে হাজারো মুখের ভীড়ে
আমি খুঁজি প্রিয়মুখ এখনও।
এই শহরে আমি তোমার গন্ধ খুঁজে পাই।
Written by: Bakhtiar Hossain


