Lyrics

ওরে শোন, শোন, শোন, শোন ওরে মন, মন, মন, মন আর দিন গোন, দিন গোন সময় আসছে কী জানি কী হয় আজ শেষ হলো সব কাজ চায় জীবন জীবনকে আবার ভালোবাসতে সবাই সবকিছুই ফিরে পায় জীবন যখন জীবনের দিকে ফিরে তাকায় শেষে কিছু হাসিমুখ না পেয়েও সবই সুখ তাদের ভালো থাকা পূর্ণতা পায় পূর্ণতা পায় ওরে শোন, শোন, শোন, শোন ওরে মন, মন, মন, মন আর দিন গোন, দিন গোন সময় আসছে কী জানি কী হয় আজ শেষ হলো সব কাজ চায় জীবন জীবনকে আবার ভালোবাসতে সবাই সবকিছুই ফিরে পায় জীবন যখন জীবনের দিকে ফিরে তাকায় শেষে কিছু হাসিমুখ না পেয়েও সবই সুখ তাদের ভালো থাকা পূর্ণতা পায় পূর্ণতা পায় যদি সময় ফের হাত বাড়ায় স্মৃতি উড়বে আলগা হাওয়ায় ফিরে পেতে তখনই কে ফিরে তাকায় তোমার দিকে ওরে শোন, শোন, শোন, শোন ওরে মন, মন, মন, মন আর দিন গোন, দিন গোন সময় আসছে কী জানি কী হয় আজ শেষ হলো সব কাজ চায় জীবন জীবনকে আবার ভালোবাসতে সবাই সবকিছুই ফিরে পায় জীবন যখন জীবনের দিকে ফিরে তাকায় শেষে কিছু হাসিমুখ না পেয়েও সবই সুখ তাদের ভালো থাকা পূর্ণতা পায় পূর্ণতা পায়
Writer(s): Soumya Rit Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out