Lyrics
তুমি তোমার মতো
আমি আমার মতো
সরে গেছি দু'জনে আজ বহুদুরে
তুমি তোমার মতো
আমি আমার মতো
রাখোনি মনে তে আমায় কোনো ভুলেও
আমি তো ডাকবো না
তোমারই নাম
কোনো সুরে
আমার এ গানে
দূরে থেকেই সুখে থাকো
শুধু প্রতিরাত
তুমি জোছনা হয়ে
শুধু আলো ছড়াবে
আমি সে আলো ছুঁয়ে
ঘুমিয়ে যাব রাতে
হবো একা না তো আর
ভেঙ্গে যাব না তো আর
আমি সে আলো ছুঁয়ে
ঘুমিয়ে যাব রাতে
কথা হবে না আর
দেখা হবে না আর
হবে না আর ভালোবেসে
মান-অভিমান
কাঁদবো না তো আর
হাসবো না আর
নীরবে হারিয়ে গেছে সে পিছু টান
আমি তো বলবো না
আমার ব্যথা
কোনো সুরে তোমারই গানে
দূরে থেকেই সুখে থাকো
শুধু প্রতিরাত
তুমি জোছনা হয়ে
শুধু আলো ছড়াবে
আমি সে আলো ছুঁয়ে
ঘুমিয়ে যাব রাতে
হবো একা না তো আর
ভেঙ্গে যাব না তো আর
আমি সে আলো ছুঁয়ে
ঘুমিয়ে যাব রাতে
তুমি জোছনা হয়ে
শুধু আলো ছড়াবে
আমি সে আলো ছুঁয়ে
ঘুমিয়ে যাব রাতে
Written by: Pritom Hasan