Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Ayub Bachchu
Performer
COMPOSITION & LYRICS
Ayub Bachchu
Composer
Asif Iqbal
Lyrics
PRODUCTION & ENGINEERING
Ayub Bachchu
Producer
Lyrics
বহুদূর যেতে হবে
এখনো পথের অনেক রয়েছে বাকি
বহুদূর যেতে হবে
এখনো পথের অনেক রয়েছে বাকি
ভালোবাসায় বিশ্বাস রেখো
হয়তো অচেনা মনে হতে পারে আমাকে
তুমি ভয় পেয়ো না, তুমি থেমে যেয়ো না
তুমি ভয় পেয়ো না, তুমি থেমে যেয়ো না
তুমি ভয় পেয়ো না
আগামীর রথে হাতে হাত রেখে
পাড়ি দিতে হবে এক দীর্ঘ নদী
বুক ভেঙে যাবে অভিযোগ-অভিমানে
অবিশ্বাস বুকে থাকে যদি
তুমি ভয় পেয়ো না, তুমি থেমে যেয়ো না
তুমি ভয় পেয়ো না, তুমি থেমে যেয়ো না
তুমি ভয় পেয়ো না
বিকেলের রোদে যদি মন বেঁধে
পেতে চাও আলোকিত এক রাতের প্রহর
খুঁজে পেতে পারো নির্বাক বিস্ময়ে
অমানিশা তোমার অন্তরে
তুমি ভয় পেয়ো না, তুমি থেমে যেয়ো না
তুমি ভয় পেয়ো না, তুমি থেমে যেয়ো না
তুমি ভয় পেয়ো না
বহুদূর যেতে হবে
এখনো পথের অনেক রয়েছে বাকি
বহুদূর যেতে হবে
এখনো পথের অনেক রয়েছে বাকি
ভালোবাসায় বিশ্বাস রেখো
হয়তো অচেনা মনে হতে পারে আমাকে
তুমি ভয় পেয়ো না, তুমি থেমে যেয়ো না
তুমি ভয় পেয়ো না, তুমি থেমে যেয়ো না
তুমি ভয় পেয়ো না
Written by: Asif Iqbal, Ayub Bachchu