album cover
Ei Bidaye
38
Metal
Ei Bidaye was released on May 7, 2022 by The Platform Live as a part of the album The Platform Live: Artcell (Season 1, Vol.1)
album cover
Release DateMay 7, 2022
LabelThe Platform Live
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM114

Credits

PERFORMING ARTISTS
The Platform Live
The Platform Live
Performer
Artcell
Artcell
Performer
COMPOSITION & LYRICS
G Series
G Series
Songwriter
PRODUCTION & ENGINEERING
Nadeem A. Salam
Nadeem A. Salam
Producer

Lyrics

তোমার অনেক ফেলে আসা ধূসর ধুলো জমা সময়ে
নীরব চেয়ে থাকা চোখের আলোয় ঘিরে থাকবে যেন তোমাকে
যা কিছু ছিল থেমে থাকা আবার থামবে এই বিদায়ে
আমার অপার সীমানাতে তোমার চিহ্ন তবু রবে বেঁচে
তোমার অনেক ফেলে আসা ধূসর ধুলো জমা সময়ে
নীরব চেয়ে থাকা চোখের আলোয় ঘিরে থাকবে যেন তোমাকে
যা কিছু ছিল থেমে থাকা আবার থামবে এই বিদায়ে
আমার অপার সীমানাতে তোমার চিহ্ন তবু রবে বেঁচে
নিয়ত স্মরণের বেড়াজালে অধীর অপেক্ষার শেষে
প্রয়াত আগামীর স্মৃতি ঘুরে বিদায় আসবে অবশেষে
তুমি নীল শব্দ শুনে নির্জনে ধূসর ধুলো জমা সময়ে
নিহত স্বপ্নগুলো সহসা আলো জ্বেলে...
হারিয়ে যাও যতদুরে
আসবে তবু ফিরে আবার অজানায়
অবিরত মলিন ক্ষত মুছে ফেলে চিরতরে
তোমার অসাড় থেমে থাকা প্রয়াত আগমনে
তুমি নীল শব্দ শুনে নির্জনে ধূসর ধুলো জমা সময়ে
নিহত স্বপ্নগুলো সহসা আলো জ্বেলে...
হারিয়ে যাও যতদুরে
আসবে তবু ফিরে আবার অজানায়
অবিরত মলিন ক্ষত মুছে ফেলে চিরতরে
তোমার অসাড় থেমে থাকা প্রয়াত আগমনে
যা কিছু ছিল থেমে থাকা আবার থামবে এই বিদায়ে
আমার অপার সীমানাতে তোমার চিহ্ন তবু রবে বেঁচে
তোমার অনেক ফেলে আসা ধূসর ধুলো জমা সময়ে
নীরব চেয়ে থাকা চোখের আলো ঘিরে থাকবে যেন তোমাকে
যা কিছু ছিলো থেমে থাকা আবার থামবে এই বিদায়ে
আমার অপার সীমানাতে তোমার চিহ্ন তবু রবে বেঁচে
Written by: G Series
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...