Credits

PERFORMING ARTISTS
Aurthohin
Aurthohin
Performer
Bassbaba Sumon
Bassbaba Sumon
Bass
Abu Shams Minhajuddin Ahmed (Piklu)
Abu Shams Minhajuddin Ahmed (Piklu)
Guitar
Latifur Rahman (Rassel)
Latifur Rahman (Rassel)
Guitar
Muntasir Mamun (Shuvo)
Muntasir Mamun (Shuvo)
Drums
COMPOSITION & LYRICS
Bassbaba Sumon
Bassbaba Sumon
Composer
Saidus Sumon
Saidus Sumon
Songwriter
PRODUCTION & ENGINEERING
Bassbaba Sumon
Bassbaba Sumon
Producer

Lyrics

মুখটা তুলে আকাশটাতে দেখো আরেকবার
তোমার সাথে আছি আমি যে চিরকাল
জোছনার আলো যখন তোমার গায়ে পড়ে
আমি তখন থাকি তোমারই পাশে পাশে
মনটা খারাপ করে যখন তুমি একা থাকো
ভেবো আমি শোনাই তোমায় মজার কোনো গল্প
চোখের পানি মুছে ফেলে ভেবো একটুক্ষণ
তোমার মাথায় হাতটা বুলাই যখন তখন
রাতের আকাশ ভরা তারা হয়তোবা চলে যাবে
থাকবো হয়ে আমি শুকতারা
শীতের সকাল গাছের পাতা হয়তোবা ঝরে যাবে
থাকবো হয়ে আমি নীল আকাশ
দুপুর বেলায় কবিতার বইটা পড়তে বসে
চোখের দৃষ্টি যখন তোমার ঝাপসা হয়ে ওঠে
ভেবো আমি পাশেই আছি তোমার পানে চেয়ে
কবিতাটায় সুর বসাচ্ছি গানের মতো করে
ভোরের আলোয় পাখির ডাকে ঘুমটা ভাঙে যখন
বাগানটাতে হাঁটার সময় আমায় ভেবো তখন
ঘাসের মাঝে শিশিরকণায় তাকিয়ে দেখো তুমি
আছে সেথায় তোমার সাথে আমার প্রতিচ্ছবি
রাতের আকাশ ভরা তারা হয়তোবা চলে যাবে
থাকবো হয়ে আমি শুকতারা
শীতের সকাল গাছের পাতা হয়তোবা ঝরে যাবে
থাকবো আমি হয়ে নীল আকাশ
নীল আকাশ
Written by: Bassbaba Sumon, Saidus Sumon
instagramSharePathic_arrow_out

Loading...