Music Video

Featured In

Credits

PERFORMING ARTISTS
Aurthohin Band
Aurthohin Band
Performer
COMPOSITION & LYRICS
Aurthohin Band
Aurthohin Band
Composer
Saidus Sumon
Saidus Sumon
Songwriter

Lyrics

যখন চাঁদ ঘুমিয়ে পড়ে আঁধার আকাশটাকে ফেলে শুধু আমি জেগে থাকি তোমার ছবি বুকে নিয়ে চেয়ে থাকি আকাশের তারায় মিলিয়ে যায় সব যেন কোথায় জানি এই রাত শেষে ফিরবে না তুমি আর তবুও কেন যে আসে মনের মাঝে তোমার ছবি কল্পনাতে কেন যে তোমার হাসি শুনি মেঘের দেশে কি এখনও তুমি হারাও আনমনে? কবিতা কি লেখো এখনও আমায় ভেবে? বৃষ্টি নামে যখন তোমার এই শরীরে আমার ছোঁয়া কি পাও বৃষ্টির সাথে আনমনে? বৃষ্টি ভেজা এই শরীরে কান্না দেখে না কেউ আমার অন্ধকার এ ঘরে ডাকি না কাউকে যে পড়ি না আর সেই কবিতা দেখি না যে আর জোছনা অনুভূতিহীন দেয়ালে বন্দী আমি যেন একা তবুও কেন যে আসে মনের মাঝে তোমার ছবি কল্পনাতে কেন যে তোমার হাসি শুনি মেঘের দেশে কি এখনও তুমি হারাও আনমনে? কবিতা কি লেখো এখনও আমায় ভেবে? বৃষ্টি নামে যখন তোমার এই শরীরে আমার ছোঁয়া কি পাও বৃষ্টির সাথে আনমনে? ভেঙ্গে যাক তোমার আমার মাঝের ঐ দেয়ালটা এই যে দেখো দাঁড়িয়ে আমি তোমার হাত ধরবো বলে মেঘের দেশে কি এখনও তুমি হারাও আনমনে? কবিতা কি লেখো এখনও আমায় ভেবে? বৃষ্টি নামে যখন তোমার এই শরীরে আমার ছোঁয়া কি পাও বৃষ্টির সাথে আনমনে?
Writer(s): Aurthohin Band, Saidus Sumon Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out