Music Video

Music Video

Lyrics

বিধাতার স্পর্শে জাগা নতুন দিনেরই খোঁজে
আজ মিশে যাই অহংকারের আঁধারে
জাগে অসহায় একাকী
নীল শীতের কামড়ে...
জাগে নদী, নিকষ কালো ছবি
অবাক পৃথিবী, মিছে যেন সবি
সময়ের চাকা, মাটির রোদে আঁকা
আমার বেঁচে থাকা, অসীম বিস্ময়
মাখা
ভেজানো দরজার শীতল ছায়ারই পাশে
কে যেন নিটোল পায়ে দাড়িয়ে
এ কেমন অস্থিরতারই ধ্বনি
নিয়ে আমরা ...
বেঁচে থাকি ক্রোধে ,নিয়তির কাঁধে
অসীমের মাঝে,হারানো কোন সাঁজে
সময়ের চাকা, মাটির রোদে আঁকা
আমার বেঁচে থাকা, অসীম বিস্ময়
মাখা
চেনা সুখ হারিয়ে যায়
যত দুঃখ খোঁজে আমায়
ঝরনার স্রোতেরই পর
কেন ওঠে কালো ঝড়
গোধূলীর আলোয় হেঁটে চলি
আমি স্বপ্ন ফেরী করি
তোমার ঐ নিঃসঙ্গ ঘাটে
ভিড়েছে আমার স্বপ্নতরী
গোধূলীর আলোয় হেঁটে
চলি আমি স্বপ্ন ফেরী করি
তোমার ঐ নিঃসঙ্গ ঘাটেআবার ...
জেগে ওঠে নদী,নিকষ কালো ছবি
অবাক পৃথিবী, মিছে যেন সবি
সময়ের চাকা, মাটির রোদে আঁকা
আমার বেঁচে থাকা, অসীম বিস্ময়........... মাখা II
Written by: Aftermath, Aftermath Bangladesh, Navid Iftekhar Chowdhury
instagramSharePathic_arrow_out

Loading...