album cover
Dhoa
1,657
College Rock
Dhoa was released on March 13, 2021 by Aftermath Bangladesh as a part of the album Jed
album cover
AlbumJed
Release DateMarch 13, 2021
LabelAftermath Bangladesh
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM119

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Aftermath
Aftermath
Performer
COMPOSITION & LYRICS
Aftermath Bangladesh
Aftermath Bangladesh
Composer
Navid Iftekhar Chowdhury
Navid Iftekhar Chowdhury
Lyrics

Lyrics

মাথার ভেতরে ধোঁয়া
দেখি শুধু তোমারই ছায়া
আমি আছি কিনা নেই তোমাদের মাঝে
জানি না এ এক কোন মায়া
মরে মরে বেঁচে থাকা
তুমি মোর অস্তিত্বের পোকা
কোনো এক সকালে জানি হারিয়ে যাবো
দিয়ে তোমাদের ধোঁকা
ধোঁয়ার কামড় আজ বুকে এসে বাঁধে
তোমার প্রিয় গানগুলো আজও শুনি মাঝে মাঝে
ধোঁয়াই স্বপ্ন গড়ে, স্পর্শ ভাঙে
ধোঁয়ায় মোর দুঃখগুলো আড়মোরে রাঙে
আমার ঘরে অন্ধকার
সুবাসে ভরানো চিৎকার
ধোঁয়ায় হারানো আমি বলো কী করে আজ
শিখবো ভুল স্বীকার
পথহারা এলোমেলো ভাবনা
সাদাকালো তোমার আল্পনা
দুঃস্বপ্নের ঘোরে ঘুম ভেঙে চেয়ে দেখি
মিথ্যে আমার চেতনা
চোখের দৃষ্টি আজ ঘোলা হয়ে আসে
ধোঁয়ায় ছাড়া স্বপ্নগুলো মেঘ হয়ে ভাসে
পৃথিবীর সব আলো এক সুরে মিশে
লাল-নীল-সাদা রঙে আগুন জ্বালে
শেষ হয়নি গল্প
শেষ হয়নি গল্প
বাকি আছে অল্প
শেষ হয়নি গল্প
বাকি আছে অল্প
শীর্ষ অনুভুতির ঘোর ভর করে
ক্ষণস্থায়ী তন্দ্রার শিখরে
অবিরাম ভাবনার ঝংকারে
চেতনায় বেদনার অধরা দৈর্ঘ্য
অসম অনুকরণীয়
আবেগের মোহনায় না বলা গল্প
অর্থহীন, কিন্তু স্মরণীয়
কল্পনার স্থিরচিত্রে বিরাগী রাগি বহিঃপ্রকাশে
চূর্ণ-বিচূর্ণ ক্রোধের দ্রোহে
দূরে, নীড়ে, ভিড়ে, ধীরে
অপ্রকাশিত সৃষ্টি পোষে শেওলা মরীচিকা সাগরে
স্বর্গীয় মাধুর্যের প্রশ্রয়ে
বিস্ফোরিত চেপে থাকা জেদ হবে কি রঙধনু জোনাকি?
অর্থহীন, কিন্তু স্মরণীয়
Written by: Aftermath, Aftermath Bangladesh, Navid Iftekhar Chowdhury
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...