Credits
PERFORMING ARTISTS
Ghaashphoring Choir
Performer
COMPOSITION & LYRICS
Bappa Mazumder
Composer
Armeen Musa
Arranger
PRODUCTION & ENGINEERING
Faizan R Ahmad Buno
Mixing Engineer
Lyrics
তোমার বাড়িতে যাই
কেউ তা জানে না
না বাতাস কাক-পক্ষি
ইট ভাঙ্গা পথ
কর্কট ক্রান্তির ছায়া
না নিদমহল
জানে শুধু একান্ত সে আমার ভ্রমণ।।
তোমার বাড়িতে যাই
থাকো কি থাকো না
কিবা আসে যায়
স্পর্শ করি ওমনি তোমার বালিশে
ঘ্রাণ নেই তোমার ছায়ায়।
হাত ধরে বসে থাকি
চেয়ে অপলক
কত না কত প্রহর
এই ভাবে রাত যায় আমার
যায় দিন আসে
বিপন্ন সে নগর।
Written by: Bappa Mazumder, Sanjib Chowdhury

