Credits

PERFORMING ARTISTS
Ghaashphoring Choir
Ghaashphoring Choir
Performer
COMPOSITION & LYRICS
Ghaashphoring Choir
Ghaashphoring Choir
Songwriter
Gautam Chattopadhyay
Gautam Chattopadhyay
Lyrics
Mohiner Ghoraguli
Mohiner Ghoraguli
Composer
Armeen Musa
Armeen Musa
Arranger
PRODUCTION & ENGINEERING
Faizan R Ahmad Buno
Faizan R Ahmad Buno
Mixing Engineer

Lyrics

পৃথিবীটা নাকি ছোট হতে হতে
স্যাটেলাইট আর কেবলের হাতে
ড্রয়িংরুমে রাখা বোকা বাক্সতে বন্দী
আ হা আ হা আ হা আ হা
ঘরে বসে সারা দুনিয়ার সাথে
যোগাযোগ আজ হাতের মুঠোতে
ঘুচে গেছে বেশ কাল সীমানার গন্ডি
আ হা আ হা আ হা আ হা
ভেবে দেখেছো কী
তারারাও যত আলোকবর্ষ দূরে
তারো দূরে
তুমি আর আমি যাই
ক্রমে সরে সরে
ভেবে দেখেছো কী
তারারাও যত আলোকবর্ষ দূরে
তারো দূরে
তুমি আর আমি যাই
ক্রমে সরে সরে
সারি সারি মুখ
আসে আর যায়
নেশাতুর চোখ টিভি পর্দায়
পোকামাকড়ের আগুনের
সাথে সন্ধি
আ হা আ হা আ হা আ হা
পাশাপাশি বসে একসাথে দেখা
একসাথে নয় আসলে যে একা
তোমার আমার ভাড়াটের নয়া ফন্দি
আ হা আ হা আ হা আ হা
ভেবে দেখেছো কী
তারারাও যত আলোকবর্ষ দূরে
তারো দূরে
তুমি আর আমি যাই
ক্রমে সরে সরে
স্বপ্ন বেচার চোরা কারবার
জায়গাতো তো নেই
তোমার আমার
চোখ ধাঁধানোর এই
খেলা শুধু বন্দী
আ হা আ হা আ হা আ হা
তার চেয়ে এসো খোলা
জানালায় পথ ভুল করে
কোন রাস্তায় হয়তো পেলেও
পেতে পারি আরো সঙ্গী
আ হা আ হা আ হা আ হা
ভেবে দেখেছো কী
তারারাও যত আলোকবর্ষ দূরে
তারো দূরে
তুমি আর আমি যাই
ক্রমে সরে সরে
ভেবে দেখেছো কী
তারারাও যত আলোকবর্ষ দূরে
তারো দূরে
তুমি আর আমি যাই
ক্রমে সরে সরে
Written by: Gautam Chattopadhyay, Ghaashphoring Choir, Mohiner Ghoraguli
instagramSharePathic_arrow_out

Loading...