Credits

PERFORMING ARTISTS
BH Akash
BH Akash
Performer
COMPOSITION & LYRICS
Bijoy Howlader
Bijoy Howlader
Songwriter
Munshi Jewel
Munshi Jewel
Arranger

Lyrics

কলিজার ভিতরে
রাখিলাম তোমারে
তবু তুমি আমায় চিনলানা
ও জানে যা ও মানে না
তোরে ছাড়া মন মানে না
হায় তোরে ছাড়া মন মানে না
কলিজার ভিতরে রাখিলাম
তোমারে তবু তুমি আমায় চিনলানা
যতন কইরা তোরে আমি
দিলাম বুকে ঠাঁই তবুও
আমার হইলি না রে করলি অভিনয়
যতন কইরা তোরে আমি দিলাম বুকে ঠাঁই
তবুও আমার হইলি না রে করলি অভিনয়
ও জানে যা ও মানে না
তোরে ছাড়া মন মানে না
হায় তোরে ছাড়া মন মানে না
কলিজার ভিতরে রাখিলাম
তোমারে তবু তুমি আমায় চিনলানা
মিথ্যে প্রেমের মায়ায় কেন
এত দহন হয় তোর প্রেমে
আমার জীবন পুড়ে ছাই
মিথ্যে প্রেমের মায়ায় কেন
এত দহন হয়
তোর প্রেমে আমার জীবন পুড়ে ছাই
ও জানে যা ও মানে না
তোরে ছাড়া মন মানে না হায়
তোরে ছাড়া মন মানে না
কলিজার ভিতরে রাখিলাম
তোমারে তবু তুমি আমায় চিনলানা
Written by: Bijoy Howlader
instagramSharePathic_arrow_out

Loading...