Credits
PERFORMING ARTISTS
Ayub Bachchu
Performer
COMPOSITION & LYRICS
Ayub Bachchu
Songwriter
Pancham
Composer
Lyrics
এই রুপালি guitar ফেলে
একদিন চলে যাব দূরে, বহুদূরে
সেদিন চোখের অশ্রু তুমি রেখ
গোপন করে
এই রুপালি guitar ফেলে
একদিন চলে যাব দূরে, বহুদূরে
সেদিন চোখের অশ্রু তুমি রেখ
গোপন করে
মনে রেখ তুমি
কত রাত, কত দিন
শুনিয়েছি গান আমি ক্লান্তিবিহীন
অধরে তোমার ফোটাতে হাসি
চলে গেছি আমি
সুর থেকে কত সুরে
এই রুপালি guitar ফেলে
একদিন চলে যাব দূরে, বহুদূরে
সেদিন চোখের অশ্রু তুমি রেখ
গোপন করে
শুধু ভেব তুমি
অপরাধ ছিল কার
কাটিয়েছি রাত তবু নিদ্রাবিহীন
বেদনা আমার হয়েছে সাথী
চলে গেছি আমি
কোন স্মৃতিপুরে
এই রুপালি guitar ফেলে
একদিন চলে যাব দূরে, বহুদূরে
সেদিন চোখের অশ্রু তুমি রেখ
গোপন করে
এই রুপালি guitar ফেলে
একদিন চলে যাব দূরে, বহুদূরে
সেদিন চোখের অশ্রু তুমি রেখ
গোপন করে
Written by: Love Runs Blind, Pancham

