Mehendi
641
Dance
Mehendi was released on December 5, 2025 by Qinetic Music as a part of the album Mehendi - Single
Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Sanjoy
Performer
Kona
Performer
Nish
Performer
COMPOSITION & LYRICS
Sanjoy Deb
Composer
Jamshed Chowdhury
Lyrics
Tahzeeb Badhon
Lyrics
PRODUCTION & ENGINEERING
Sanjoy
Producer
Lyrics
ওর হাতে মেহেন্দি
ওর হাতে মেহেন্দি
এপিটে না ওপিটে
আমার নামটা খুঁজি
ওর হাতে মেহেন্দি
ওর হাতে মেহেন্দি
এপিটে না ওপিটে
নামটা লিখেছো কি
সবুজ শাড়ি পরে
লাগছে সেই তোমাকে
বেণী করা চুলে
ফুলের বাগান সাজে
ছবির মতো তুমি,
হাসছো বসে বসে
চোখ তুলে দেখো শুধু,
দেখো এই আমাকে।
মেহেন্দি হাত দিয়ে,
ঢেকেছো মুখ তোমার।
পর্দা সরাও এবার,
পারি দেবো প্রেমের দুয়ার।
ওর হাতে মেহেন্দি
ওর হাতে মেহেন্দি
এপিটে না ওপিটে
আমার নামটা খুঁজি
ওর হাতে মেহেন্দি
ওর হাতে মেহেন্দি
এপিটে না ওপিটে
নামটা লিখেছো কি
মেহেন্দি রঙ দেখো,
গাঢ় হয়েছে কত।
বলে যত গাঢ়,
তত ভালোবাসা পাবো।
হাতের তালু বলে,
গল্প আমাদের।
নাম লুকাবো না আর,
চিনুক সবায় তোমাকে
মেহেন্দি হাত দিয়ে,
ঢেকেছি মুখ আমার
পর্দা সরাবো এবার
পারি দাও প্রেমের দুয়ার।
আমার হাতে মেহেন্দি,
আমার হাতে মেহেন্দি
এপিটে না ওপিটে,
নামটা পেয়েছো কি
আমার হাতে মেহেন্দি,
আমার হাতে মেহেন্দি
এপিটে না ওপিটে,
নামটা পেয়েছো কি
ওর হাতে মেহেন্দি,
ওর হাতে মেহেন্দি
এপিটে না ওপিটে,
আমার নাম খুঁজি
ওর হাতে মেহেন্দি,
ওর হাতে মেহেন্দি
এপিটে না ওপিটে,
আমার নাম খুঁজি
আমার হাতে মেহেন্দি,
আমার হাতে মেহেন্দি
এপিটে না ওপিটে,
নামটা পেয়েছো কি
Written by: Jamshed Chowdhury, Sanjoy Deb, Tahzeeb Badhon


