Müzik Videosu

Dugga Elo - Official Music Video | Monali Thakur | Guddu | Indranil Das
{artistName} adlı sanatçının {trackName} müzik videosunu izle

Krediler

PERFORMING ARTISTS
Monali Thakur
Monali Thakur
Actor
Guddu
Guddu
Performer
COMPOSITION & LYRICS
Guddu
Guddu
Composer
Indranil Das
Indranil Das
Lyrics

Şarkı sözleri

দেখ মন, কাশ বন দুলছে যে সারি, কবে ঢাক, দেবে ডাক দিন গুনছে যে তারই। দেখ মন, কাশ বন দুলছে যে সারি, কবে ঢাক, দেবে ডাক দিন গুনছে যে তারই। শিউলি মাখা গল্প আগমনীর সুর কুমারটুলির গন্ধ ছড়ালো, বলো বলো দুগ্গা এলো, বলো বলো দুগ্গা এলো। বলো বলো দুগ্গা এলো, দুগ্গা এলো, দুগ্গা এলো। বলো বলো দুগ্গা এলো, দুগ্গা এলো, দুগ্গা এলো। রাতভোর তোড়জোড় কত উৎসবে মাখা টই-টই হৈ-চৈ সব ঠিক করে রাখা, রাতভোর তোড়জোড় কত উৎসবে মাখা টই-টই হৈ-চৈ সব ঠিক করে রাখা, করে বিষাদে আড়ি মেতে আড্ডায় ভরপুর বোধনের রং প্রাণে ছড়ালো বলো বলো দুগ্গা এলো, বলো বলো দুগ্গা এলো। বলো বলো দুগ্গা এলো, দুগ্গা এলো, দুগ্গা এলো। বলো বলো দুগ্গা এলো, দুগ্গা এলো, দুগ্গা এলো। চারদিন প্ল্যানিং আজ ফুর্তিতে ঠাসা বৈঠক থেকে রাগ সব হুল্লোড়ে ভাসা। চারদিন প্ল্যানিং আজ ফুর্তিতে ঠাসা বৈঠক থেকে রাগ সব হুল্লোড়ে ভাসা। ধুনুচির ছন্দে সে যে হৃদয়ের তাল হবে ষষ্ঠীতেই শুরু চলো... বলো বলো দুগ্গা এলো, বলো বলো দুগ্গা এলো। বলো বলো দুগ্গা এলো, দুগ্গা এলো, দুগ্গা এলো। বলো বলো দুগ্গা এলো, দুগ্গা এলো, দুগ্গা এলো।
Writer(s): Guddu Guddu Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out