Müzik Videosu

Amar Sadh Na Mitilo
{artistName} adlı sanatçının {trackName} müzik videosunu izle

Şurada:

Krediler

PERFORMING ARTISTS
Borno Chakroborty
Borno Chakroborty
Performer
COMPOSITION & LYRICS
Kamalakanta Bhattacharya
Kamalakanta Bhattacharya
Songwriter

Şarkı sözleri

আমার সাধ না মিটিলো আশা না পুরিলো সকলই ফুরায়ে যায়, মা আমার সাধ না মিটিলো, আশা না পুরিলো সকলই ফুরায়ে যায়, মা আমার সাধ না মিটিলো, আশা না পুরিলো সকলই ফুরায়ে যায়, মা জনমের শোধ ডাকি গো মা তোরে জনমের শোধ ডাকি গো মা তোরে কোলে তুলে নিতে আয়, মা সকলই ফুরায়ে যায়, মা আমার সাধ না মিটিলো, আশা না পুরিলো সকলই ফুরায়ে যায়, মা পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালোবাসিতে জানে না পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালোবাসিতে জানে না যেথা আছে শুধু ভালোবাসাবাসি যেথা আছে শুধু ভালোবাসাবাসি সেথা যেতে প্রাণ চায়, মা সকলই ফুরায়ে যায়, মা বড় দাগা পেয়ে বাসনা ত্যজেছি বড় জ্বালা সয়ে কামনা ভুলেছি বড় দাগা পেয়ে বাসনা ত্যজেছি বড় জ্বালা সয়ে কামনা ভুলেছি অনেক কেঁদেছি, কাঁদিতে পারি না অনেক কেঁদেছি, কাঁদিতে পারি না বুক ফেটে ভেঙে যায়, মা সকলই ফুরায়ে যায়, মা আমার সাধ না মিটিলো, আশা না পুরিলো সকলই ফুরায়ে যায়, মা জনমের শোধ ডাকি গো মা তোরে জনমের শোধ ডাকি গো মা তোরে কোলে তুলে নিতে আয়, মা সকলই ফুরায়ে যায়, মা আমার সাধ না মিটিলো, আশা না পুরিলো সকলই ফুরায়ে যায়, মা
Writer(s): Kamalakanta Bhattacharya Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out