音乐视频

精选于

制作

出演艺人
DJ Manik
DJ Manik
混音师
制作和工程
Ankita Bhattacharyya
Ankita Bhattacharyya
制作人

歌词

কমলায় নেত্য করে- কমলায় নেত্য করে- তোমরা দেখো গো আসিয়া কমলায় নেত্য করে থোমকিয়া-থোমকিয়া তোমরা দেখো গো আসিয়া কমলায় নেত্য করে থোমকিয়া-থোমকিয়া এগো, কমলায় নেত্য করে থোমকিয়া-থোমকিয়া এগো, কমলায় নেত্য করে থোমকিয়া-থোমকিয়া, রে কমলায় নেত্য করে থোমকিয়া-থোমকিয়া তোমরা দেখো গো আসিয়া (দেখো গো আসিয়া) (দেখো গো আসিয়া) তোমরা দেখো গো আসিয়া (দেখো গো আসিয়া) (দেখো গো আসিয়া) তোমরা দেখো গো আসিয়া কমলায় নেত্য করে- পাড়াপড়শি যত নারী আইলা সবে সারিসারি আরে, পাড়াপড়শি যত নারী আইলা সবে সারিসারি এগো, সোহাগ চন্দন দিলাম ছিঁটাইয়া-ছিঁটাইয়া এগো, সোহাগ চন্দন দিলাম ছিঁটাইয়া-ছিঁটাইয়া, রে কমলায় নেত্য করে থোমকিয়া-থোমকিয়া, রে কমলায় নেত্য করে থোমকিয়া-থোমকিয়া নাচে কমলা সুন্দরি দেখো যেন ইন্দ্রপুরী গো ওগো, নাচে কমলা সুন্দরি দেখো যেন ইন্দ্রপুরী গো এগো, কীভাবে বা নাচে দেখো শরমে মরিয়া এগো, কীভাবে বা নাচে দেখো শরমে মরিয়া, রে কমলায় নেত্য করে থোমকিয়া-থোমকিয়া, রে কমলায় নেত্য করে থোমকিয়া-থোমকিয়া তোমরা দেখো গো আসিয়া (দেখো গো আসিয়া) (দেখো গো আসিয়া) তোমরা দেখো গো আসিয়া (দেখো গো আসিয়া) (দেখো গো আসিয়া) তোমরা দেখো গো আসিয়া কমলায় নেত্য করে-
Writer(s): Ankita Bhattacharyya, Manik Bose, Traditional Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out