歌词
তোমার ওই মন যদি
আমায় ভালোবাসে
আঁধার সরে গিয়ে
আলোর চিঠি আসে
সুখের কারণ তুমি
দুঃখের বারণ তুমি
থাকতে চাই আমি রোজ
তোমার আশেপাশে
তোমার ওই মন যদি
আমায় ভালোবাসে
আঁধার সরে গিয়ে
আলোর চিঠি আসে
আমার আমি ভাসি হায়
তোমার অবুঝ মায়ায়
তুমিময় দিনগুলো
আমার ভুবন রাঙায়
তুমি নামের ভাবনায়
নিশিদিন কেটে যায়
আনমনা মন শুধু
তোমারই পরশ চায়
সুখের কারণ তুমি
দুঃখের বারণ তুমি
থাকতে চাই আমি রোজ
তোমার আশেপাশে
তোমার ওই মন যদি
আমায় ভালোবাসে
আঁধার সরে গিয়ে
আলোর চিঠি আসে
তোমার ওই মন যদি
আমায় ভালোবাসে
আঁধার সরে গিয়ে
আলোর চিঠি আসে
Written by: Menon Khan, Robiul Islam Jibon


