制作
出演艺人
Warfaze
表演者
作曲和作词
Warfaze
词曲作者
Sheikh Monirul Alam
作曲
歌词
চুপচাপ চারিদিক, মাতাল হাওয়া
পাখিদের কোলাহলে, মন যে হারায়
হঠাৎ দেখি তোমাকে অচেনা ছায়ায়
আমারই স্বপ্নে আঁকা এ যে তুমি
নিঃশব্দে এলে তুমি
আমারই ভূবনে
গোধূলী হয়ে রবে তুমি
আমারই চিরকাল
যতদূরেই থাকো রবে আমারই
হারিয়ে যেওনা কখনো তুমি
যতদূরেই থাকো রবে আমারই
হারিয়ে যেওনা কখনো তুমি
কতকাল রয়েছি তোমারই পথ চেয়ে
কতরাত কেটেছে তোমারই আশাতে
যতদূরেই থাকো রবে আমারই
হারিয়ে যেওনা কখনো তুমি
যতদূরেই থাকো রবে আমারই
হারিয়ে যেওনা কখনো তুমি
চুপচাপ চারিদিক, মাতাল হাওয়া
পাখিদের কোলাহলে, মন যে হারায়
হঠাৎ দেখি তোমাকে অচেনা ছায়ায়
আমারই স্বপ্নে আঁকা এ যে তুমি
নিঃশব্দে এলে তুমি
আমারই ভূবনে
গোধূলী হয়ে রবে তুমি
আমারই চিরকাল
যতদূরেই থাকো রবে আমারই
হারিয়ে যেওনা কখনো তুমি
যতদূরেই থাকো রবে আমারই
হারিয়ে যেওনা কখনো তুমি
Written by: Sheikh Monirul Alam, Warfaze