制作
出演艺人
Shohel Deon
表演者
作曲和作词
Shohel Deon
词曲作者
Shamran Ahmed Milon
作曲
Somrat Ahmed
编曲
制作和工程
Shohel Deon
制作人
歌词
কি সুখের আসাতে তুমি কারে বুকে নিলে
কি সুখের আসাতে তুমি কারে বুকে নিলে
অভাগা রে জন্মের মতো ভুলে
ভুলে অভাগা রে জন্মের মতো ভুলে
কি সুখের আসাতে তুমি কারে বুকে নিলে
কি সুখের আসাতে তুমি কারে বুকে নিলে
অভাগা রে জন্মের মতো ভুলে
ভুলে অভাগা রে জন্মের মতো ভুলে
নামটা লইয়া কান্দি আমি ঝপি দমে দমে
বন্ধু তোমায় চাইছিলাম রে আমার জানটার দামে
নামটা লইয়া কান্দি আমি ঝপি দমে দমে
বন্ধু তোমায় চাইছিলাম রে আমার জানটার দামে
এতো সাধের প্রেম জুটাইলা কোন জনার কপালে
এতো সাধের প্রেম জুটাইলা কোন জনার কপালে
অভাগা রে জন্মের মতো ভুলে
ভুলে অভাগা রে জন্মের মতো ভুলে
প্রেম আগুনের এমনি তাপ পুড়ায় নিশি দিনে
মনে প্রানে চায় যাহারে মানে না সে বিনে
প্রেম আগুনের এমনি তাপ পুড়ায় নিশি দিনে
মনে প্রানে চায় যাহারে মানে না সে বিনে
জেনে শুনে ছাই দিয়াছো সামরানের দুই কুলে
জেনে শুনে ছাই দিয়াছো সামরানের দুই কুলে
অভাগা রে জন্মের মতো ভুলে
ভুলে অভাগা রে জন্মের মতো ভুলে
কি সুখের আসাতে তুমি কারে বুকে নিলে
কি সুখের আসাতে তুমি কারে বুকে নিলে
অভাগা রে জন্মের মতো ভুলে
ভুলে অভাগা রে জন্মের মতো ভুলে
অভাগা রে জন্মের মতো ভুলে
ভুলে অভাগা রে জন্মের মতো ভুলে
Written by: Colour Voice, Shamran Ahmed Milon