歌词
যারে পাওয়ার জন্য আমি সকল কিছু খুয়াইলাম
ভাগ্য আমার সহায় হইলো না পাইয়াও তারে হারাইলাম
আমি তো বুঝি নাই রে বন্ধু এমন ছিলে তুমি
ভাইবা আপন উজার করে সব দিয়াছি আমি
তালবাহানা করো তুমি দিলানা পিরিতের দাম
মনের বেদন বোঝার মতো কেউ তো রইল না
আমার বন্ধু কঠিন সীমার আমার হইলো না
সোহেলের দুঃখ ব্যথা বুঝলো না রে সোনার চান
Written by: Shohel Deon