音樂影片

Meghdol | Esho Amar Shohore | Aluminium Er Dana | Official Video
觀看 {artistName} 的 {trackName} 音樂影片

收錄於

積分

出演艺人
Meghdol
Meghdol
表演者
作曲和作词
Meghdol
Meghdol
词曲作者
Shibu Kumer Shill
Shibu Kumer Shill
作曲
制作和工程
Amzad Hossain
Amzad Hossain
混音工程师

歌詞

এই ধুলো-ধুলো শহর তোমার আমার আসতে পারো, চলে যেতে পারো এ পৃথিবীর বিষণ্ণ ধুলোয় মিশে যেতে পারো তবু, এই বিষাদগ্রস্ত মেঘময় প্রাচীন শহর বারবার তোমাকে ফিরে পেতে চাইবে এই করুণ necropolis-এ আগুনের দিন গুণছে সকাল বাসস্টপে একা আলোর পথিক রাতে ঝমঝম দিনের অসুখ পুড়ছে শহর যে গল্পের নাম ঠিকানা আমার কাছে আজও অজানা সেই গল্পে ঠায় দাঁড়িয়ে গাইছি এ গান এসো আমার শহরে না বলা গল্পের অহেতুক ভীড়ে এসো আমার শহরে না বলা গল্পের অহেতুক ভীড়ে জানি কোনোদিন ফিরে পাবো না ফিরবার গান আর কোনোদিন মুছে ফেল সব লাল নিশানা আলোর পথিক প্রতিশোধগুলো জমা পড়ে থাক শূন্য ডানায় গভীর বিষাদ ধুলোয় জলে ভিজে একাকার অচিন শহর এসো আমার শহরে না বলা গল্পের অহেতুক ভীড়ে এসো আমার শহরে না বলা গল্পের অহেতুক ভীড়ে আগুনের দিন গুণছে সকাল বাসস্টপে একা আলোর পথিক রাতে ঝমঝম দিনের অসুখ পুড়ছে শহর যে গল্পের নাম ঠিকানা আমার কাছে আজও অজানা সেই গল্পে ঠায় দাঁড়িয়ে গাইছি এ গান এসো আমার শহরে না বলা গল্পের অহেতুক ভীড়ে এসো আমার শহরে না বলা গল্পের অহেতুক ভীড়ে
Writer(s): Meghdol, Shibu Kumer Shill Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out