音樂影片

Meghdol | Chena Ochena | Meghdol (2005) | Remastered
觀看 {artistName} 的 {trackName} 音樂影片

積分

出演艺人
Meghdol
Meghdol
表演者
作曲和作词
Meghdol
Meghdol
词曲作者
Shibu Kumer Shill
Shibu Kumer Shill
作词

歌詞

চেনা অচেনা আলো আঁধারে চলতি পথে কোনো বাসের ভীড়ে চেনা অচেনা আলো আঁধারে চলতি পথে কোনো বাসের ভীড়ে কালো ধোঁয়া ধোঁয়ার এই শহরে হাঁটছি আমি একা রোদ্দুরে আমি এক দিকভ্রান্ত পথিক হারাই শুধু হারাই তোমার অরণ্যে আমি এক দিকভ্রান্ত পথিক হারাই শুধু হারাই তোমার অরণ্যে তবুও অজস্র ক্রন্দন মেখে মত্ত হয়েছি ব্যর্থ প্রলাপে তবুও অজস্র ক্রন্দন মেখে মত্ত হয়েছি ব্যর্থ প্রলাপে বুনে চলেছি অশ্রু-প্রপাত এখানেই যেন জীবন ধারাপাত আমি এক দিকভ্রান্ত পথিক হারাই শুধু হারাই তোমার অরণ্যে নৈশব্দের অমৃতলোকে করেছি তোমায় রচনা শব্দ প্রহর ফুরিয়ে গেলেই স্বপ্ন তুমি কামনা তবুও অজস্র ক্রন্দন মেখে মত্ত হয়েছি ব্যর্থ প্রলাপে বুনে চলেছি অশ্রু-প্রপাত এখানেই যেন জীবন ধারাপাত আমি এক দিকভ্রান্ত পথিক হারাই শুধু হারাই তোমার অরণ্যে চেনা অচেনা আলো আঁধারে চলতি পথে কোনো বাসের ভীড়ে চেনা অচেনা আলো আঁধারে চলতি পথে কোনো বাসের ভীড়ে কালো ধোঁয়া ধোঁয়ার এই শহরে হাঁটছি আমি একা রোদ্দুরে আমি এক দিকভ্রান্ত পথিক হারাই শুধু হারাই তোমার অরণ্যে আমি এক দিকভ্রান্ত পথিক হারাই শুধু হারাই তোমার অরণ্যে
Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out