Music Video

Ami Cheye Cheye Dekhi Saradin with lyrics | আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন | Shyamal Mitra
Watch {trackName} music video by {artistName}

Credits

PERFORMING ARTISTS
Shyamal Mitra
Shyamal Mitra
Lead Vocals
COMPOSITION & LYRICS
Shyamal Mitra
Shyamal Mitra
Composer
Gauri Prasanna Mazumder
Gauri Prasanna Mazumder
Songwriter

Lyrics

আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের নীল আমি তাই কি গান গাই কি? বুঝি মনে মনে হয়ে গেল মিল আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের নীল আমি তাই কি গান গাই কি? বুঝি মনে মনে হয়ে গেল মিল কবরীতে ওই ঝর ঝর কনকচাঁপা না বলা কথায় থর থর অধর কাঁপা কবরীতে ওই ঝর ঝর কনকচাঁপা না বলা কথায় থর থর অধর কাঁপা তাই কি আকাশ হলো আজ আলোয় আলোয় ঝিলমিল? আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের নীল আমি তাই কি গান গাই কি? বুঝি মনে মনে হয়ে গেল মিল এই যেন নয় গো প্রথম, তোমায় যে কত দেখেছি স্বপনেরও তুলি দিয়ে তাই, তোমার সে ছবি এঁকেছি মৌমাছি আজ গুন গুন দোলায় পাখা যেন এই হৃদয় রামধনু খুশিতে মাখা তাই কি গানের সুরে আজ ভরে আমার রিনিকিন? আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের নীল আমি তাই কি গান গাই কি? বুঝি মনে মনে হয়ে গেল মিল
Writer(s): Shyamal Mitra, Gauriprasanna Mazumder Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out