Lyrics

হলুদ বাঁটো, মেন্দি বাঁটো, বাঁটো ফুলের মৌ, বিয়ের সাজে সাজবে কন্যা নরম নরম বউরে হলুদ বাঁটো, মেন্দি বাঁটো, বাঁটো ফুলের মৌ বিয়ের দিনে আকাশ থেকে পরী নামিবে পরীর সাথে আরো কিছু অপ্সরী থাকিবে বিয়ের দিনে আকাশ থেকে পরী নামিবে পরীর সাথে আরো কিছু অপ্সরী থাকিবে অপ্সরীদের চোখের ভাষা বোঝা দায় হাতটি আমার ছুতে গেলে পুড়ে হবে ছাই কবে যে কন্যার হাতটি আমার হাতে রাখিবে কবে যে কন্যার হাতটি আমার হাতে রাখিবে সেদিন দুটি মনের ভেতর লাড্ডু ফুটিবে হলুদ বাঁটো, মেন্দি বাঁটো, বাঁটো ফুলের মৌ, বিয়ের সাজে সাজবে কন্যা নরম নরম বউরে হলুদ বাঁটো, মেন্দি বাঁটো, বাঁটো ফুলের মৌ ঘোড়ার পিঠে টগবগিয়ে বর আসিবে তিন কবুলে সোনার কন্যা ঘর ছাড়িবে ঘোড়ার পিঠে টগবগিয়ে বর আসিবে তিন কবুলে সোনার কন্যা ঘর ছাড়িবে বিয়ের গেঁটে আটকে দেব ভেজাল শরবত গুলে কেমন করে আসবে বর রঙিন ফিতা খুলে বর আসিবার খবরে যখন এলান উঠিবে বর আসিবার খবরে যখন এলান উঠিবে সেদিন দুটি মনের ভেতর লাড্ডু ফুটিবে হলুদ বাঁটো, মেন্দি বাঁটো, বাঁটো ফুলের মৌ, বিয়ের সাজে সাজবে কন্যা নরম নরম বউরে হলুদ বাঁটো, মেন্দি বাঁটো, বাঁটো ফুলের মৌ
Writer(s): Arthik Sazib Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out