Music Video

Tui Bolbo Na Tumi | Kishmish |তুই বলব না তুমি|Official Video|Dev|Rukmini| Nikhita|Subhadeep|Nilayan
Watch {trackName} music video by {artistName}

Credits

PERFORMING ARTISTS
Nikhita Gandhi
Nikhita Gandhi
Lead Vocals
Subhadeep Pan
Subhadeep Pan
Performer
Nilayan Chatterjee
Nilayan Chatterjee
Performer
COMPOSITION & LYRICS
Nilayan Chatterjee
Nilayan Chatterjee
Songwriter

Lyrics

আমি নিজের জগতে মজায় ছিলাম বেশ তুমি ঘুম থেকে আমায় তুলে দিলে কত রঙ চারিদিকে ভাবতাম জানলায় বসে তুমি আমায় দরজা খুলে দিলে তোমায় তুই বলবো না তুমি আমি বুঝে পাই না কত বলবো ভাবি কিছু শব্দ খুঁজে পাই না তোমায় তুই বলবো না তুমি আমি বুঝে পাই না কত বলবো ভাবি কিছু শব্দ খুঁজেই পাই না আমার সারাদিনের তুই মিশে কানে কানে ছড়াচ্ছে নিমেষে বাষ্পগুলো দিল প্রেম ঢেকে জানলা কাঁচে জলছবি এঁকে তুই আনকোরা এক হাওয়া বন্ধ ঘরে পাওয়া এত ভেবে টেবে নেই লাভ কোনো যা হচ্ছে ভালো লাগছে হতে দে, হতে দে উঁকি মেরে মগজে দেখো দুষ্টু খেয়াল যত সবেতে আছো তুমি জুড়ে তুমি ছুঁলে আমাকে আর খেলাম থতমত প্রেম পেয়েছে আবার ভরদুপুরে তোমায় তুই বলবো না তুমি আমি বুঝে পাই না কত বলবো ভাবি কিছু শব্দ খুঁজে পাই না তোমায় তুই বলবো না তুমি আমি বুঝে পাই না কত বলবো ভাবি কিছু শব্দ খুঁজেই পাই না
Writer(s): Nilayan Chatterjee Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out