Lyrics

জীবনে কী পাবো না ভুলেছি সে ভাবনা সামনে যা দেখি, জানি না সে কি আসল কি নকল সোনা জীবনে কী পাবো না ভুলেছি সে ভাবনা সামনে যা দেখি, জানি না সে কি আসল কি নকল সোনা যদি সব ছাড়িয়ে দু'টি হাত বাড়িয়ে হারাবার খুশিতে যাই শুধু হারিয়ে যদি সব ছাড়িয়ে দু'টি হাত বাড়িয়ে হারাবার খুশিতে যাই শুধু হারিয়ে যেতে যেতে কারো ভয়ে থমকে দাঁড়াবো না সামনে যা দেখি, জানি না সে কি আসল কি নকল সোনা জীবনে কী পাবো না ভুলেছি সে ভাবনা সামনে যা দেখি, জানি না সে কি আসল কি নকল সোনা ভালো আর মন্দের দ্বন্দ্ব জানি না কে ভালো, কে মন্দ যে তার খবর রাখি না ভালো আর মন্দের দ্বন্দ্ব জানি না কে ভালো, কে মন্দ যে তার খবর রাখি না কে তুমি, নন্দিনী? আগে তো দেখিনি চলেছো এই পথে রূপে যে রঙ্গিনী কে তুমি, নন্দিনী? আগে তো দেখিনি চলেছো এই পথে রূপে যে রঙ্গিনী চিনে নিতে যদি চাও একটু থামো না সামনে যা দেখি, জানি না সে কি আসল কি নকল সোনা জীবনে কী পাবো না ভুলেছি সে ভাবনা সামনে যা দেখি, জানি না সে কি আসল কি নকল সোনা
Writer(s): Sudhin Dasgupta Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out