album cover
Prostab
17.198
Pop
Prostab wurde am 6. August 2021 von 2930200 Records DK als Teil des Albums veröffentlichtProstab - Single
album cover
Veröffentlichungsdatum6. August 2021
Label2930200 Records DK
Melodizität
Akustizität
Valence
Tanzbarkeit
Energie
BPM187

Credits

COMPOSITION & LYRICS
Moontasir Rakib
Moontasir Rakib
Songwriter

Songtexte

গুনে গুনে দেখি অবেলার স্বপ্নটায়
আঁকা ছিল কত শত কবিতায়
স্বপ্নের সেই কবিতার ছন্দতে
মিশে ছিল তার হাসিমাখা ছবিটা
যা আঁকা ছিল অদ্ভুত রং-তুলি
যা জমা থাকে আমার মনের মাঝে
বর হয়ে আমি চড়ছি ঘোড়ায়
আড়ালে তুমি লুকিয়ে আছো বৌ সাজে
আমার এই স্বপ্ন কি শুধু
স্বপ্ন হয়ে হাসাবে আমায়?
তেমন সাহস নেই আমার
তোমাকে কীভাবে প্রস্তাব জানাই
আমার এই স্বপ্ন কি শুধু
স্বপ্ন হয়ে হাসাবে আমায়?
তেমন সাহস নেই আমার
সেই কল্পনায় আঁকা আল্পনায়
তোমায় নিয়ে ভাবা শত জল্পনায়
তুমি আছো বলে বেঁচে আছে স্বপ্নটা
তোমায় নিয়ে লেখা এই কবিতা
সেই কবিতার ছন্দটা তুমি
মিশে থাকা প্রতি অক্ষরে আমি
জানা নেই কী হতে পারে শেষটা
নিশ্চুপ কবি বসে লিখছে কবিতায়
আমার এই স্বপ্ন কি শুধু
স্বপ্ন হয়ে হাসাবে আমায়?
তেমন সাহস নেই আমার
আমার এই স্বপ্ন কি শুধু
স্বপ্ন হয়ে হাসাবে আমায়?
তেমন সাহস নেই আমার
আমার এই স্বপ্ন কি শুধু
স্বপ্ন হয়ে হাসাবে আমায়?
তেমন সাহস নেই আমার
তোমাকে কীভাবে প্রস্তাব জানাই
আমার এই স্বপ্ন কি শুধু
স্বপ্ন হয়ে হাসাবে আমায়?
তেমন সাহস নেই আমার
Written by: Moontasir Rakib
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...