Credits
PERFORMING ARTISTS
Rupam Islam
Performer
Anupam Roy
Performer
Gautam Ghosh
Performer
Raima Sen
Performer
Prosenjit Chatterjee
Performer
COMPOSITION & LYRICS
Anupam Roy
Composer
PRODUCTION & ENGINEERING
SVF
Producer
Lyrics
আমি কাঁটাতারে শুঁকি
এই কুয়াশাতে উঁকি দিয়ে রাজী মিথ্যে নিতে
আসলে সত্যি বলে সত্যি কিছু নেই।।
এই শ্রাবণ ধুয়ে ফেলুক এই রাস্তা ধুলো
এই শ্রাবণ ভিজিয়ে দিক দীর্ঘ ছায়া গুলো
এই শ্রাবণ ধুয়ে ফেলুক এই রাস্তা ধুলো
এই শ্রাবণ ভিজিয়ে দিক দীর্ঘ ছায়া গুলো।।
এই শ্রাবণ নেভাক আগুন এই ফুটফাটের রাত
এই শ্রাবণ মনে পড়াক পুরনো আঘাত
জল জমেছে বুকের ভেতর রোদের অভাবে
সময় এলে পড়বে ছুঁয়ে নিজের স্বভাবে।।
আমি কাঁটাতারে শুঁকি
এই কুয়াশাতে উঁকি দিয়ে রাজী মিথ্যে নিতে
আসলে সত্যি বলে সত্যি কিছু নেই।।
এই শ্রাবণ নাম লেখাক গাছের পাতার দলে
(পাতার দলে)
এই শ্রাবণ মিশলো পুকুর ড্রেনের জলে
(ড্রেনের জলে)
এই শ্রাবণ বাক্সবন্দি কিছু ইচ্ছে আছে
(ইচ্ছে আছে)
এই শ্রাবণ স্যাঁতস্যাঁতে খুব আমার কাছে।।
অবাক যত্নে সামনে চলা ফুরিয়ে যাওয়ার ভয়
ভাবলেই কেন দুঃখ পাবো, দুঃখ আমার নয়।।
আমি কাঁটাতারে শুঁকি
এই কুয়াশাতে উঁকি দিয়ে রাজী মিথ্যে নিতে
আসলে সত্যি বলে সত্যি কিছু নেই।।
এই শ্রাবণ (এই শ্রাবণ)
এই শ্রাবণ (এই শ্রাবণ)
এই শ্রাবণ (এই শ্রাবণ)
এই শ্রাবণ (এই শ্রাবণ)
শ্রাবণ
এই শ্রাবণ
এই শ্রাবণ
এই শ্রাবণ
এই শ্রাবণ Anupam Roy
Written by: Anupam Roy

