Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Arijit Singh
Performer
June Banerjee
Performer
COMPOSITION & LYRICS
Savvy
Composer
PRODUCTION & ENGINEERING
SVF
Producer
Lyrics
কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে
রেখে দে নয় তো দে উড়িয়ে
কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে
রেখে দে নয় তো দে উড়িয়ে
হো আমাদের প্রেমের পরোয়ানা জারি
হয়ে গেছে অনেক আগে
ও পিয়া রে পিয়া আয় না একটু কাছে
ও পিয়া রে পিয়া একটা গল্প বলার আছে
ও পিয়া রে পিয়া আয় না একটু কাছে
ও পিয়া রে পিয়া একটা গল্প বলার আছে
এলো আলাপের দিন
কেনো আজ থাকিস দূরে
দিলো হাওয়া কি রঙিন
বেঁচেও তো থাকছে মরে
হো আমাদের মনের দেওয়া নেওয়া কবে
হয়ে গেছে অনেক আগে
ও পিয়া রে পিয়া আয় না একটু কাছে
ও পিয়া রে পিয়া একটা গল্প বলার আছে
ও পিয়া রে পিয়া আয় না একটু কাছে
ও পিয়া রে পিয়া একটা গল্প বলার আছে
Hey, I can't live without you
And this is so much true
Can't live without you boy
I can't live without you
And this is so much true
Can't live without you boy
আসে উদাস এ সময়
তোকে মনে পড়ে রোজ
ভাসে না পাওয়ার ভয়
মনের অবস্থা টা বোঝ
হো আমাদের প্রেমের পরোয়ানা জারি
হয়ে গেছে অনেক আগে
ও পিয়া রে পিয়া আয় না একটু কাছে
ও পিয়া রে পিয়া একটা গল্প বলার আছে
ও পিয়া রে পিয়া আয় না একটু কাছে
ও পিয়া রে পিয়া একটা গল্প বলার আছে
Hey, I can't live without you
And this is so much true
Can't live without you boy (ও পিয়া রে পিয়া রে)
I can't live without you
And this is so much true (ও পিয়া রে)
Can't live without you boy (পিয়া রে)
Written by: Prasen, Savvy


