Testi

মন রে হাইলা লোকের লাঙ্গল বাঁকা জনম বাঁকা চান্দ রে জনম বাঁকা চান্দ হাইলা লোকের লাঙ্গল বাঁকা জনম বাঁকা চান্দ রে জনম বাঁকা চান্দ তার চাইতে অধিক বাঁকা, হায় হায় তার চাইতে অধিক বাঁকা যারে দিছি প্রাণ রে দুরন্ত পরবাসী আমার হাড় কালা করলাম রে ও আমার দেহ কালার লাইগা রে আমার অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসী মন রে হাড় হইলো জড় জড় অন্তর হইলো পুড়া রে আমার অন্তর হইলো পুড়া হাড় হইলো জড় জড় অন্তর হইলো পুড়া রে আমার অন্তর হইলো পুড়া পিরিতি ছাড়িয়া গেছে, হায় হায় পিরিতি ছাড়িয়া গেছে তবু নাহি গেছে প্রাণ রে দুরন্ত পরবাসী আমার হাড় কালা করলাম রে ও আমার দেহ কালার লাইগা রে আমার অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসী ও মন রে
Writer(s): Jasim Uddin Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out