In primo piano

Crediti

PERFORMING ARTISTS
AvoidRafa
AvoidRafa
Performer
COMPOSITION & LYRICS
Raef Al Hasan Rafa
Raef Al Hasan Rafa
Songwriter
Sharmin Alam
Sharmin Alam
Songwriter

Testi

ধর যদি এমন হয় বিরাট কোনো শূন্য মাঠে অবাক চোখে দেখলে একা দাঁড়িয়ে তুমি আকাশটাতে নীল নেই মৃত ডালে সবুজ নেই ধর যদি এমন হয় ঘুম ভেঙ্গে পেয়ে গেলে সাজানো ঘরগুলো খুব নীরব আর খালি গোছানো সেই স্বপ্নরা নেই দেয়ালে ঝোলান হাসি মুখ আর নেই এত নেই এর ভিড়ে আমায় পড়বে মনে? নাকি ভাববে নিজের কথাই অন্তহীন এ অরণ্যে? খুঁজবে আমায় নাকি হারাবে বাস্তবতায় নাকি বলবে নেই সময় ফিরে তাকাবার? অদ্ভুতুড়ে ভালবাসার এটাই সরল সমীকরণ আসবে জানি আসবে তুমি থাকব না আমি তখন চাইবে ভালবাসতে বেশি, খুঁজবে সারাটাক্ষণ নিয়ম ধরে হয়ত ফিরে আসব আমি এত নেই এর ভিড়ে আমায় পড়বে মনে? নাকি ভাববে নিজের কথাই অন্তহীন এ অরণ্যে? এরই মাঝে হয় না যেন ভালবাসার ছন্দপতন
Writer(s): Sharmin Alam Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out