Video musicale

Crediti

PERFORMING ARTISTS
AvoidRafa
AvoidRafa
Performer
COMPOSITION & LYRICS
Raef Al Hasan Rafa
Raef Al Hasan Rafa
Songwriter
Shafayet Monsoor Rana
Shafayet Monsoor Rana
Songwriter

Testi

এ কেমন এলোমেলো সময় কাক ভিজে আমাদের স্মৃতি ফিরে আলোর সাথে চলমান ছায়া হয়ে অজস্র শব্দ ফেরি করে তবু কেন সকাল সন্ধ্যা এত রঙিন লাগে তবু কেন দৃশ্যপট এত রঙহীন লাগে আজ কোথাও শিরোনামে তুমি নেই এ যেন এক অদ্ভুত ফেরারী নেশা আজ কোথাও কোনো শব্দে তুমি নেই এ যেন অদ্ভুত ফেরারী নেশা তবু কেন সকাল সন্ধ্যা এত রঙিন লাগে তবু কেন দৃশ্যপট এত রঙহীন
Writer(s): Shafayet Monsoor Rana Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out