크레딧
실연 아티스트
Minar Rahman
실연자
작곡 및 작사
Minar Rahman
작곡가
Robiul Islam Jibon
작사가 겸 작곡가
가사
ইচ্ছেগুলো আমার মতো একটু বাউন্ডুলে
মনের যত অবুঝ কথা হয় না বলা খুলে
ভাবছি এবার সময় করে যাবো তোমার বাড়ি
ভালোবাসি বলবো তোমায় ভেঙে সব আড়ি
ইচ্ছেগুলো আমার মতো একটু বাউন্ডুলে
মনের যত অবুঝ কথা হয় না বলা খুলে
ভাবছি এবার সময় করে যাবো তোমার বাড়ি
ভালোবাসি বলবো তোমায় ভেঙে সব আড়ি
তুলে নেবো সেমিকোলন, কমা কিংবা দাঁড়ি
ছোট্ট করে পাই যদি তোমার অনুমতি
রাখবো না আর আড়াল করে আমার অনুভূতি
ছোট্ট করে পাই যদি তোমার অনুমতি
রাখবো না আর আড়াল করে আমার অনুভূতি
তুলে নেবো সেমিকোলন, কমা কিংবা দাঁড়ি
তোমায় নিয়ে পাড়ি দেবো রূপকথারই দেশে
ছায়া হয়ে থাকবো তোমার পথের শুরু শেষে
তোমায় নিয়ে পাড়ি দেবো রূপকথারই দেশে
ছায়া হয়ে থাকবো তোমার পথের শুরু শেষে
তুলে নেবো সেমিকোলন, কমা কিংবা দাঁড়ি
ইচ্ছেগুলো আমার মতো একটু বাউন্ডুলে
মনের যত অবুঝ কথা হয় না বলা খুলে
ভাবছি এবার সময় করে যাবো তোমার বাড়ি
ভালোবাসি বলবো তোমায় ভেঙে সব আড়ি
Written by: Minar Rahman, Robiul Islam Jibon

