Music Video

Featured In

Credits

PERFORMING ARTISTS
Balam
Balam
Performer
Warfaze
Warfaze
Lead Vocals
COMPOSITION & LYRICS
Balam
Balam
Composer
Warfaze
Warfaze
Composer
Shams
Shams
Songwriter

Lyrics

সমাজ শিখরে আজ তুমি কি একা রিক্ত কামনায় অহমের মায়াজালে সকল ভালোবাসা পদদলিত করে মানবতার যত বন্ধন ছিঁড়ে ফেলে সমাজ শিখরে আজ তুমি কি একা রিক্ত কামনায় অহমের মায়াজালে সকল ভালোবাসা পদদলিত করে মানবতার যত বন্ধন ছিঁড়ে ফেলে ক্ষমতার নিয়মের দেয়াল তুলে জনতাকে বেদনায় ভাসালে ক্ষমতার পেছনে যাদের স্মৃতি অবসরেও কি পড়ে মনে হে মহারাজ, এসো আমাদের সমতলে পাবে জীবন, যাকে বহুদূর গেছো ফেলে প্রাণের জোয়ার আছে জনতার এ ভুবনে হে মহারাজ তোমার দু'পাশে মিথ্যে গুণগ্রাহী দেবে কি বাঁধার আশা জনতার এ মিলনে তবে কি জনগন আজ পথের কাঁটা যারা তোমায় ভালোবেসেছে মনে প্রাণে ক্ষমতার নিয়মের দেয়াল তুলে জনতাকে বেদনায় ভাসালে ক্ষমতার পেছনে যাদের স্মৃতি অবসরেও কি পরে মনে হে মহারাজ, এসো আমাদের সমতলে পাবে জীবন, যাকে বহুদূর গেছো ফেলে প্রাণের জোয়ার আছে জনতার এ ভুবনে হে মহারাজ হে মহারাজ, এসো আমাদের সমতলে পাবে জীবন, যাকে বহুদূর গেছো ফেলে প্রাণের জোয়ার আছে জনতার এ ভুবনে হে মহারাজ হে মহারাজ, এসো আমাদের সমতলে পাবে জীবন, যাকে বহুদূর গেছো ফেলে প্রাণের জোয়ার আছে জনতার এ ভুবনে হে মহারাজ হে মহারাজ
Writer(s): Shams, Warfaze Band Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out